মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, ‘টাইটেল ২ ফান্ড’ দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্য ক্রয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
এর ফলে ইউএসএআইডি চুক্তি অনুযায়ী ডব্লিউএফপি খাদ্য ক্রয় এবং বিতরণ করতে পারবে।
আরও পড়ুন:সরকারি অর্থায়নে পরিচালিত ২ গণমাধ্যম বন্ধের প্রস্তাব ইলন মাস্কের!
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর সব ধরনের বৈদেশিক সাহায্যের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ দেন।
তবে জরুরি খাদ্য সহায়তার ওপর স্থগিতাদেশ ছিল না। তারপরও অনুদানের জন্য মার্কিন কৃষকদের উৎপাদিত পণ্য কেনা বন্ধ করে দিয়েছিল ওয়াশিংটন। যাতে অনুদান পর্যালোচনা করা যায় যে, সেগুলো ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কি না।
যুক্তরাষ্ট্র ডব্লিউএফপি-কে মার্কিন অর্থায়নে কয়েক ডজন অনুদানের কাজও বন্ধ করতে বলেছিল।
একই সময়ে বিশ্ব খাদ্য কর্মসূচিতে আর্থিক অনুদান বাতিল করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।
আরও পড়ুন:পেন্টাগনের শত শত কোটি ডলারের জালিয়াতি খুঁজবে মাস্ক, আশা ট্রাম্পের
বাতিল করা অনুদানগুলোর মধ্যে বেশ কয়েকটি ছিল ‘ফুড ফর পিস টাইটেল ২’ কর্মসূচির অধীনে। এই কর্মসূচির অধীনে মার্কিন পণ্য অনুদানে বছরে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয় করা হয়।
]]>