পরিচালকের স্ত্রী দীপা বারোটের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, গত সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন চন্দ্র বারোট। শ্বাসকষ্টজনিত জটিল রোগের কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হন। এর আগে জসলোক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সর্বশেষ গুরু নানক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান এই পরিচালক।
আরও পড়ুন: কিডনিজনিত রোগে দক্ষিণী অভিনেতার মৃত্যু
১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন চন্দ্র বারোট, তার জন্ম ও বেড়ে ওঠা তানজানিয়ায়। কর্মজীবনের শুরুতে ব্যাংকে চাকরি করতেন। পরবর্তীতে ভারতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন। প্রয়াত অভিনেতা-পরিচালক মনোজ কুমারের পরামর্শে বিনোদনজগতে পা রাখেন। শুরুতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন ‘পূরব অর পশ্চিম’, ‘ইয়াদগার’, ‘শোর’, ‘রোটি কাপড়া অর মকান’—এর মতো জনপ্রিয় সিনেমায়।
১৯৭৮ সালে চন্দ্র বারোট নির্মাণ করেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডন’। সেলিম-জাভেদের লেখা চিত্রনাট্যে নির্মিত হয় এটি। এতে অভিনয় করেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এটি মুক্তির পর তুমুল জনপ্রিয়তা লাভ করেন। একদিকে দারুণ সংলাপ, অন্যদিকে উত্তেজনাপূর্ণ কাহিনি—সব মিলিয়ে ‘ডন’ হয়ে ওঠে বলিউডের কাল্ট ক্ল্যাসিক।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হৃতিকের বাবা রাকেশ রোশন
এই ‘ডন’ সিনেমার উপর ভিত্তি করে ২০০৬ সালে ফারহান আখতার নির্মাণ করেন ‘ডন’। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন বলিউড বাদশা শাহরুখ খান।