ডগ স্কোয়াডের সহায়তায় ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

৫ দিন আগে
কক্সবাজারের টেকনাফে ডগ স্কোয়াড সদস্যের সহায়তায় অভিযানে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা এক দম্পতিকে আটক করেছে। যারা ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় থেকে মাদক কারবারে জড়িত ছিল বলে তথ্য দিয়েছে বিজিবি।

রোববার (৫ অক্টোবর) ভোরে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।


বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


আটকরা হলেন: একই এলাকায় বসবাসকারী মাবুদ কামালের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবেয়া (৩৫)।


বিজিবি জানায়, আটক রোহিঙ্গা দম্পতি টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর শরণার্থী ক্যাম্পের এ-ব্লকের নথিভুক্ত বাসিন্দা। তারা টেকনাফ পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করলেও প্রতিমাসে রোহিঙ্গা ক্যাম্প থেকে রেশন নিয়ে আসত। আর আইয়ুব রাজমিস্ত্রি পেশায় থাকলেও স্বামী-স্ত্রী মিলে একাধিক হাত বদলের মাধ্যমে মাদকের চালান স্থানীয় ও অন্য মাদক কারবারিদের পৌঁছে দিত।


আরও পড়ুন: মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল স্থানীয়রা


লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ‘রোববার ভোররাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুদের খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল ডগ স্কোয়াডের এক সদস্যসহ সন্দেহজনক ঘরটিতে অভিযান চালায়। এতে জনৈক নেজামের ভাড়া বাসায় ডগ স্কোয়াড সদস্য তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ হাজার ৪০০টি ইয়াবার চালান শনাক্ত করে।


ইয়াবাগুলো উদ্ধারের পর বাসাটির ভাড়াটিয়া রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয় বলে জানান বিজিবির এ কর্মকর্তা।


লে. কর্নেল আশিকুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন