ড. ইউনূস-তারেক রহমান বৈঠক: নির্বাচনের সময় পুনর্নির্ধারণ হবে?

৩ সপ্তাহ আগে
ডিসেম্বরে ভোটের দাবিতে বিএনপির অনড় অবস্থানের মধ্যেই এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের। এ নিয়ে নাখোশ দলটি।

এরমধ্যেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুক্রবার (১২ জুন) বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বৈঠকের দিকে তাকিয়ে পুরো দেশ।


বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতা সালাহউদ্দিন আহমদ বলছেন, বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময় পুনর্নির্ধারণের বিষয়টি। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে।
 

আরও পড়ুন: ড. ইউনূস-তারেক রহমান বৈঠকের দিকে তাকিয়ে দেশ


এ ছাড়া নির্বাচনমুখী সংস্কার, প্রশাসনে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের বিষয়টিও গুরুত্ব পাবে বৈঠকে।


বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় পুরো জাতি।


জুলাই সনদ ছাড়াও গণহত্যার বিচার প্রসঙ্গে আলোচনা হবে বলে জানান বিএনপির এই নেতা।

]]>
সম্পূর্ণ পড়ুন