ঠাকুরগাঁওয়ে ৪ ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা

২ সপ্তাহ আগে
ঠাকুরগাঁওয়ের পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চারটি ইট ভাটা মালিকের কাছে ২৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। আরেকটি ইট ভাটার তৈরি চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকাস্থ পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিন্ত করেছে জেলা প্রশাসক ইশরাত ফারজানা।


অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তামিম হাসান।


ঠাকুরগাঁও জেলা পরিবেশ অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা সদরের অবস্থিত পাঁচটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে চারটি ইটভাটা মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।


এসব ইটভাটার মধ্য সদরের বকশেরহাট এলাকায় অবস্থিত সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলমের মেসার্স এম এ বি-০২ ও মেসার্স এম এ বি-০৩ ইট ভাটা গুড়িয়ে দেয় প্রশাসন। সেই সঙ্গে তার কাছ থেকে ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


আরও পড়ুন: গুঁড়িয়ে দেয়া হলো ৫ ইটভাটা, জরিমানা আদায়


পাশেই অবস্থিত এইচ কে বি এবং এস কে বি ইটভাটা মালিককের কাছেও জরিমানা আদায় করা হয় ১২ লাখ টাকা। এছাড়া সদরের বরুনাগাঁও অবস্থিত মেসার্স হিমালয় ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে দেয়া হয়।


এ বিষয়ে ইটভাটা মালিকরা গণমাধ্যমে সঙ্গে কথা বলতে রাজী হননি। তবে এম এ বি- ২ ও ৩ এর ম্যানেজার ফারুক জানান, সকালে প্রশাসনের লোকজন এসে আমাদের দুইটি ভাটা এম এ বি- ২ ও এম এ বি- ৩ ভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করে এবং কাঁচা ইট ও চিমনি ভেঙ্গে দেয়। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়।


এ বিষয়ে ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান জানান, অবৈধভাবে  গড়ে তোলা ইটভাটায় কৃষি জমির উর্বর মাটির ব্যবহার কমানোসহ পরিবেশের ক্ষতিসাধন রোধে এবং বায়ুদূষণ কমাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান। এ অভিযানে সেনাবাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন