এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্ধ্যার পর ঠাকুরগাঁও জেলা শহর থেকে সারবোঝাই একটি ট্রাক ওই ইউনিয়নের দেহন ময়দান বাজারে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। পরবর্তীতে ট্রাকটিতে সার দেখতে পেয়ে চালান দেখতে চাইলে চালক ও হেলপার পালিয়ে যান।
পরে খবর দিলে পুলিশ ও সদর উপজেলা কৃষি অফিসার মধ্যরাতে ঘটনাস্থলে গিয়ে সবার উপস্থিতিতে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ১২৪ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, ‘স্থানীয় লোকজন ফোন করে জানান তারা সারবোঝাই একটি ট্রাক আটক করেছেন। পরে ঘটনাস্থলে এসে ট্রাকসহ ৩০০ বস্তা সার জব্দ করা হয়েছে। পরবর্তীতে এসব সার সরকারি দরে বিক্রি করে কোষাগারে অর্থ জমা করা হবে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এক ট্রাক রাসায়নিক সার আটক করেছেন। পরে থানায় খবর দিলে আমরা এসে ট্রাকটি জব্দ করেছি। ট্রাকচালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি, তারা আগেই পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।