স্বজন ও এলাকাবাসি জানান, রোববার (৩১ আগস্ট) মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে তিন বছর বয়সী আয়েশা আক্তার। দুপুরে মামাতো বোন পাঁচ বছর বয়সী সাউদা আক্তারের সঙ্গে পুকুরের পাশে খেলতে যায়। এসময পা পিছলে পুকুরের পানিতে ডুবে মারা যায় আয়েশা ও সাউদা আক্তার নামে দুই শিশু।
সাউদা কৃষ্ণপুর গ্রামের জাহিদ হাসানের মেয়ে। আর আয়েশা আক্তার জেলা সদরের ঢোলারহাট পুরাতন ঠাকুরগাঁওয়ের আহসান হাবীবের মেয়ে।
নিহত আয়শার বাবা আহসান হাবীব জানায়, তাদের অনেকক্ষণ না দেখতে পেয়ে খুঁজাখুঁজি করলে বাসার পাশের পুকুরে আয়েশাকে ভাসতে দেখা যায়। পরে সাউদাকেও না পেয়ে পুকুরে খুঁজাখুঁজি করে তাকেও উদ্ধার করে। পরে দ্রুত দুজনকেই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরিবারের সচেতনতার অভাবেই এমন দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।