ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত ভাড়া ও হয়রানির অভিযোগে দুই বাসকে জরিমানা

৩ সপ্তাহ আগে
ঠাকুরগাঁওয়ে যাত্রীদের হয়রানি ও নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ঢাকাগামী দুটি বাস ভিআইপি ও বনশাই পরিবহনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে এসব পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।

 

পুলিশ ও সেনাবাহিনী জানায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী ভিআইপি পরিবহনের একটি কোচ ঠাকুরগাঁও বাস টার্মিনালের সামনে আটকানো হলে যাত্রীরা অভিযোগ করেন, তাদের কাছ থেকে ২ হাজার টাকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে ২৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এছাড়া পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেছে বলেও অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে ভিআইপি পরিবহনকে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে মামলা ও ৬ হাজার টাকা জরিমানা করে পুলিশ।

 

এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা বনশাই পরিবহনের একটি কোচকে ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আরও পড়ুন: অতিরিক্ত ভাড়া আদায়ে ঠাকুরগাঁওয়ে দুই বাসকে জরিমানা

 

একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, শুধু ভিআইপি বা বনশাই নয়, হানিফ, নাবিল, ফোরটি সিক্স, আরাফাত, শ্যামলীসহ অন্যান্য বাসগুলোতেও একইভাবে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। প্রতিবাদ করলে বলা হয়, যেতে চাইলে যান, না গেলে নাই।

 

ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের সার্জেন্ট আহমেদ জানান, সেনাবাহিনীর সহযোগিতায় চলমান অভিযানে হেলমেটবিহীন মোটরসাইকেল, লাইসেন্স না থাকা চালক এবং যাত্রীবাহী বাসগুলোতেও নজরদারি চালানো হচ্ছে। যাত্রী হয়রানি ও ভাড়া অনিয়মে এরইমধ্যে দুটি পরিবহনকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন