সোমবার (৩০ জুন) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।
জানা গেছে, আটক হওয়া চেয়ারম্যান বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. সোহেল রানা। তিনি লাহিড়ী ডিগ্রি কলেজ থেকে বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তা কিছুক্ষণ সময় পার করার সময় থানা পুলিশ তাকে আটক করে।
এ সময় তিনি পুলিশের কাছে জানতে চায় তাকে কোন মামলায় আটক করা হচ্ছে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। পরবর্তীতে গণমাধ্যমকর্মীরা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (অসি) কাছে বিষয়টি নিশ্চিত হতে চাইলে তিনিও তাৎক্ষণিকভাবে জানাতে অপারগতা প্রকাশ করেন। চেয়ারম্যানকে আটকের খবর ছড়িয়ে পরলে থানা চত্বরে উৎসুক জনতা ভিড় জমায়।
আরও পড়ুন: চাঁদপুরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ছিলেন আত্মগোপনে
সোহেল রানা আওয়ামী লীগের আমলে দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকেই তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ওসি মো. শওকত আলী সরকার বলেন, দুপুরে দিকে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. সোহেল রানাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রোপাইটিতে হামলা ও চাঁদাবাজিসহ মারধরের ঘটনায় তাজুল চৌধুরী নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। ওই মামলাতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রেরণ করা হবে।