ঠাকুরগাঁও সদরে চুরি-ছিনতাই হচ্ছে, স্বীকার করলেন ইউএনও

৬ দিন আগে
চুরি-ছিনতাই-ডাকাতিসহ নানা রকম অপরাধমূলক ঘটনা ঘটছে বলে স্বীকার করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম।

সোমবার (৩০ জুন) আয়োজিত মাদকবিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, মাদক সমাজকে ধ্বংস করে ফেলছে। আর সে কারণেই সচেতনতা বাড়াতে আর দায়িত্বের সাথে কাজ করার লক্ষ্যে সদর উপজেলার পক্ষ থেকে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। প্রত্যেকে যেনো এর বিরুদ্ধে সোচ্চার হয় সেটিই লক্ষ্য ও উদ্দেশ্য।

 

এ সমাবেশে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদর উপজেলার ২২টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, সমাজের গণ্যমান্য ব্যাক্তিরা ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: কথা না শুনলে ইউএনওগিরি-ওসিগিরি ছেড়ে দিতে হবে, বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

 

মাদকবিরোধী সমাবেশে জনপ্রতিনিধিরা বলেন, মাদক সমাজকে ধংস করছে। কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন কাজ করলেও অপরাধীরা কয়েকদিন জেল হাজতে থেকে আবারো বেরিয়ে একই কাজ করছে। তাই শাস্তির বিষয়টি আরও কঠিন হওয়া প্রয়োজন। একই সাথে প্রতিটি ইউনিয়নে কমিটি গঠনের মাধ্যমে সমাজে বসবাসরত মাদক বিক্রেতা ও গ্রহণকারীদের বিরুদ্ধে অবস্থান তৈরি করার বিষয়টি সুপারিশ করা হয়।

 

একই সাথে মাদকসহ কেউ আটক হলে ছাড়িয়ে নেয়ার সুপারিশ করলেও প্রশাসনের ঊর্ধ্বতনদের ছাড় না দেয়ার পরামর্শও ছিল তাদের।

 

আরও পড়ুন: মলাটবিহীন কোরআন পড়তে হচ্ছিল তাদের, ইউএনও দিলেন নতুন

 

এ বিষয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, শুধু মাদক নয় দেশকে সঠিকভাবে পরিচালনায় দায়িত্ব সবার। তবে মাদকের ভয়াবহতা রুখতে প্রশাসনের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। সে কারণে প্রয়োজন সকলের একাত্বতা।

]]>
সম্পূর্ণ পড়ুন