ট্রেনের টিকিট কালোবাজারি, বুকিং সহকারীসহ আটক ৩

৩ সপ্তাহ আগে
নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে বলাকা কমিউটার ট্রেনের বুকিং সহকারীসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী ও শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন বলাকা কমিউটার ট্রেনের পুর্বধলা স্টেশনের টিকিট বুকিং সহকারী মো. সিরাজুল ইসলাম, বলাকা কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট বদরুল আলম ঝুমন এবং কাউন্টার পরিচালনার দায়িত্বে থাকা স্থানীয় ব্যক্তি আবুল কাশেম ওরফে জাপান।

 

আটকের পর তাদের ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বলাকা কমিউটার ট্রেনের যাত্রীরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে যৌথ বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলে কাউন্টারের বাইরে টিকিট বিক্রির বিষয়টি সামনে আসে।

 

আরও পড়ুন: রাজশাহীর নন্দনগাছী স্টেশনে ২ মিনিট থামবে কমিউটার ট্রেন

 

এ সময় যৌথ বাহিনী অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তাদের টিকেট বিক্রির টাকার হিসাব এবং বিক্রি হওয়া টিকিটের সঙ্গে মিল না থাকায় যৌথ বাহিনী টাকা গণনা করে। টিকিট বিক্রির মোট ১৬ হাজার ৫৬০ টাকা থাকার কথা থাকলেও কাউন্টারে পাওয়া যায় ১২ হাজার ৭৫০ টাকা।

 

টিকিট বিক্রির সাথে তিন হাজার ৮৯০ টাকা কম পাওয়া যায়। বিষয়টি নিয়ে তাদেরকে প্রশ্ন করা হলে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। এরপর শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ ওই তিনজনকে আটক করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

 

আরও পড়ুন: চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের পা বিচ্ছিন্ন

 

এ ব্যাপারে পুর্বধলা স্টেশন মাস্টার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শ্যামগঞ্জ স্টেশনের মো. জহিরুল ইসলাম জানান, সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে আটক করে। তাদেরকে ময়মনসিংহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন