হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুসারে, এখন পর্যন্ত মাত্র দুটি দেশ ও অঞ্চলের ওপর সবচেয়ে কম শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এর মধ্যে একটি হলো ব্রাজিল। দেশটির ওপর সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। একই হারে শুল্কারোপ হয়েছে প্রত্যন্ত দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের (ইসলাস মালভিনাস) ওপর।
আরও পড়ুন: কোন কোন দেশে সবচেয়ে বেশি শুল্ক বসাল যুক্তরাষ্ট্র?
এদিকে, তালিকা অনুসারে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪১ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সিরিয়ার ওপর। সিরিয়ার পর, লাওস ও মিয়ানমারের ওপর যথাক্রমে ৪০ শতাংশ করে শুল্কারোপ করা হয়েছে। আর সুইজারল্যান্ডের ওপর আরোপ করা হয়েছে ৩৯ শতাংশ শুল্ক।
৩৫ শতাংশ করে শুল্কের মুখে পড়েছে সার্বিয়া ও ইরাক। এছাড়াও ৩০ শতাংশ করে কয়েকটি দেশের ওপর শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে আলজেরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, লিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
১৫ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বেশ কিছু দেশের ওপর।
আরও পড়ুন: ভারতের ওপর শুল্ক বসিয়ে পাকিস্তানের সঙ্গে বড় চুক্তি যুক্তরাষ্ট্রের
]]>