রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যের প্রতিক্রিয়ায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সাবমেরিনকে ‘উপযুক্ত অঞ্চলে’ স্থানান্তরের নির্দেশ দেন ট্রাম্প। যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
তবে সোমবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ট্রাম্পের ওই বক্তব্যকে ক্রেমলিন তেমন গুরুত্ব দেয়নি বলে সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানিয়েছে এনডিটিভি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এই ক্ষেত্রে, এটা স্পষ্ট যে আমেরিকান সাবমেরিনগুলো ইতোমধ্যেই যুদ্ধের দায়িত্বে রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া, এটাই প্রথম কথা। কিন্তু সাধারণভাবে, অবশ্যই আমরা এ ধরনের বিতর্কে জড়াতে চাইব না এবং কোনোভাবেই এটি সম্পর্কে মন্তব্য করতে চাইব না।’
আরও পড়ুন: সাবেক রুশ প্রেসিডেন্টের হুমকির জবাবে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের!
তিনি আরও বলেন,
আমরা বিশ্বাস করি, পারমাণবিক ইস্যুতে বক্তৃতা সম্পর্কে সবারই খুব, খুব সতর্ক থাকা উচিত। তবে রাশিয়া ট্রাম্পের বক্তব্যকে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখে না।
পেসকভ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি না যে আমরা এখন কোনো উত্তেজনা বৃদ্ধির কথা বলছি। তবে এটা স্পষ্ট, খুব জটিল ও সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, যা অবশ্যই অনেকে খুব আবেগগতভাবে উপলব্ধি করে।’
ক্রেমলিন মেদভেদেভকে ট্রাম্পের সাথে তার অনলাইন বিবাদ কমাতে সতর্ক করার চেষ্টা করেছে কি না, জানতে চাইলে সরাসরি এর কোনো উত্তর দেননি ক্রেমলিনের মুখপাত্র।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-রাশিয়া স্নায়ুযুদ্ধের শঙ্কা: পারমাণবিক সাবমেরিন শক্তিতে কে এগিয়ে?
]]>