ট্রাম্পের ভাষণের জবাবে ডেমোক্র্যাটরা  দায়িত্বশীল পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানালো 

১ মাস আগে
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটর এলিসা স্লটকিন বলেছেন, দেশে দায়িত্বশীল পরিবর্তন প্রয়োজন এবং আন্তঃসংযুক্ত বিশ্বের সাথে সম্পৃক্ত নেতা কাম্য। কংগ্রেসের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ডনাল্ড ট্রাম্পের ভাষণের প্রতিক্রিয়া হিসেবে বক্তব্য দেন ঐ ডেমোক্র্যাটিক সিনেটর। স্লটকিন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আবাসন ও স্বাস্থ্যসেবার খরচ কমানো দরকার এবং এগুলোর সমাধানে ট্রাম্পের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, ট্রাম্পের অর্থনৈতিক নীতি আমেরিকানদের শুল্ক ও বাণিজ্য যুদ্ধ, ক্রমবর্ধমান জাতীয় ঋণ এবং সম্ভাব্য মন্দাসহ তাদের  দৈনন্দিন জীবনের “সবকিছুতে খরচ” বাড়াবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার বিলিয়নিয়ার বন্ধুদের সুবিধার্থে অভূতপূর্ব বন্দোবস্ত করার চেষ্টা করছেন। মাল্টিবিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্কের, ট্রাম্পের অধীনে সরকারী দক্ষতা বিভাগ ডোজের নেতৃত্ব, ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই এবং আমেরিকানদের ডেটাতে তার একটি দলের প্রবেশাধিকার  নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, “আমাদের আরও দক্ষ সরকার দরকার। আপনি যদি  আবর্জনা সরাতে চান তবে, আমি এতে সহায়তা করব। কিন্ত পরিবর্তনের জন্য এমন বিশৃংখলা বা আমরা নিরাপদ নই  এমন কিছুর প্রয়োজন নেই।” গত সপ্তাহে হোয়াইট হাউসের  উত্তপ্ত বৈঠকে, যেখানে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে "অসম্মানজনক" বলে তিরস্কার করেন তা নিয়ে কথা বলেন তিনি। তার মতে, বিশ্বের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সারসংক্ষেপ এই বৈঠক। ভ্লাদিমির পুতিনের মতো স্বৈরশাসকদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং কানাডিয়ানদের মতো বন্ধুদের দূরে সরিয়ে দেয়াকে তিনি নিছক  ট্রাম্পের  রিয়েল এস্টেট লেনদেনের একটি সিরিজ হিসেবে দেখেন। বিশ্বের আকাঙ্ক্ষিত আমেরিকান গণতন্ত্র এই মুহূর্তে ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প একটি "আমেরিকা ফার্স্ট" পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করতে চাইছেন। প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসার আদেশ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কাজ হ্রাস করার আদেশ অন্তর্ভুক্ত রয়েছে এতে। স্লটকিন বলেন, তিনি রাশিয়া বা চীনের চাইতে বড় বিশ্বনেতা হিসেবে যুক্তরাষ্ট্রকে দেখতে চান। ট্রাম্পের কর্মকাণ্ডের  সমালোচনা করে তিনি বলেন "ট্রাম্পের কাজ থেকে আভাস পাওয়া যায় যে তিনি বিশ্বাস করেন না আমরা অনন্য এক জাতি"।
সম্পূর্ণ পড়ুন