ট্রাম্পের বিমানে ‘বৈদ্যুতিক সমস্যা’, ফ্লাইট পরিবর্তন!

১ দিন আগে
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এয়ার ফোর্স ওয়ান থেকে নিরাপদে অবতরণ করেন। এ সময় বিমান পরিবর্তন করেন ট্রাম্প।

বুধবার (২১ জানুয়ারি) রয়টার্স জানায়, সুইজারল্যান্ডের দাভোসে অর্থনৈতিক ফোরামে যোগ দিতে ট্রাম্পের যাওয়ার কথা ছিল। কিন্তু এয়ার ফোর্স  ওয়ানে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানে বৈদ্যতিক জটিলতায় পড়েন। সাথে সাথে বিমান পরিবর্তনের জন্য অবতরণ করতে হয় তাকে। 

 

সংবাদমাধ্যম আরটি জানায়, মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে বিমানটি যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই এয়ার ফোর্স ওয়ানে একটি কারিগরি সমস্যা শনাক্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন, ডিসি এলাকায় ফিরে যেতে বাধ্য হন।

 

আরও পড়ুন:পিছনে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই: ট্রাম্প

 

 বোয়িং ৭৪৭ অবতরণের পর, নতুন একটি ছোট বোয়িং ৭৫৭-তে চড়ে বসেন ট্রাম্প এবং সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে তার যাত্রা আবার শুরু হয়। বুধবার স্থানীয় সময় মধ্যরাতের  ঠিক পরে বিমানটি ছাড়ে। প্রথম ফ্লাইটটি উড্ডয়নের দুই ঘন্টারও বেশি সময় পরে।

 

ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অন্যান্য বিশ্ব নেতাদের সাথে যোগ দিতে যাওয়ার সময় এই বিদ্যুতিক জটিলতায় পড়েন।

 

মার্কিন প্রেসিডেন্টের বা ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বিরল, তবে নজিরবিহীন নয়।

 

আরও পড়ুন:গ্রিনল্যান্ড আমাদের পেতেই হবে, বললেন ট্রাম্প


২০১১ সালে কানেকটিকাটে একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামাকে বহন করার সময় খারাপ আবহাওয়ার কারণে এয়ার ফোর্স ওয়ান অবতরণ বাতিল করে দেয়। ২০১২ সালে, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে বহনকারী এয়ার ফোর্স টু বিমানটি ক্যালিফোর্নিয়ায় পাখির ধাক্কায় পড়ে, কোনো সমস্যা ছাড়াই অবতরণ করে।

]]>
সম্পূর্ণ পড়ুন