গত বুধবার (১০ সেপ্টেম্বর) এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প ৩১ বছর বয়সি কার্কের মৃত্যুর বিষয়টি জানান। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘মহান, এমনকি কিংবদন্তি, চার্লি কার্ক মারা গেছেন।’
‘যুক্তরাষ্ট্রের যুবকদের হৃদয়কে চার্লির চেয়ে ভালো আর কেউ বোঝেনি বা বুঝতে পারেনি। তিনি সকলের, বিশেষ করে আমার ভালোবাসা এবং প্রশংসা পেয়েছিলেন এবং এখন তিনি আর আমাদের মাঝে নেই’, যোগ করেন ট্রাম্প।
ট্রাম্প পরে বলেন, কার্কের সম্মানে তিনি আগামী রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। ইউটা কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার ইউটা ভেলি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ঘাড়ে এসে লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন
গুলির ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, কার্ক ক্যাম্পাস চত্বরে বিশাল জনতার সামনে বক্তব্য দিচ্ছেন। ঠিক তখনই একটি গুলির শব্দ হলো। কার্ক চেয়ার থেকে পড়ে যাওয়ার সময় পেছনে ফিরে ঘাড়ে হাত দিচ্ছেন। এদিকে উপস্থিত জনতা দৌড়ে পালাচ্ছে।
ইউটার গভর্নর স্পেন্সার কক্স এ ঘটনাকে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা আমাদের রাজ্যের জন্য একটি কালো দিন। এটা আমাদের জাতির জন্য একটি দুঃখজনক দিন।’ কক্স এই আপাত হত্যাকাণ্ডের নিন্দা করে বলেন, এটা মার্কিনিদের খোলাখুলিভাবে আলোচনা ও বিতর্ক করার অধিকারের প্রতি বড় হুমকি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘আমেরিকা কামব্যাক ট্যুর’ নামে ১৫টি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল চার্লি কার্কের। এ পরিকল্পনার অংশ হিসেবে গত বুধবার প্রথম তিনি ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে যান। চার্লি প্রায়ই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন। এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এ সময় নানা বিষয় নিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও বিতর্ক করেন।
চার্লি কার্ক টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। এটি যুক্তরাষ্ট্রে রক্ষণশীল তরুণদের সবচেয়ে বড় সংগঠন। গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি।
আরও পড়ুন: ভারত-চীনের ওপর ১০০ শতাংশ করারোপে ইউরোপকে উস্কাচ্ছেন ট্রাম্প
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প চার্লি কার্ককে তরুণ ও সংখ্যালঘু ভোটারদের সমর্থন আদায়ের কৃতিত্ব দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) চার্লি কার্কের অনুসারী ৫৩ লাখ। তিনি জনপ্রিয় পডকাস্ট ও রেডিও অনুষ্ঠান ‘দ্য চার্লি কার্ক শো’-এর উপস্থাপক ছিলেন। সম্প্রতি তিনি ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এর সহ-উপস্থাপক হিসেবেও কাজ করেছেন।
চার্লি কার্ক নিহতের ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে এফবিআই। এক্স প্ল্যাটফর্মে এফবিআই পরিচালক কাশ প্যাটেল লিখেছেন, ‘আজকার ভয়ঙ্কর গুলিতে চার্লি কার্কের জীবনহানির ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি এখন হেফাজতে। ইউটার স্থানীয় ও রাজ্য কর্তৃপক্ষ এফবিআইকে সহযোগিতার জন্য ধন্যবাদ।’
]]>