মার্কিন প্রেসিডেন্টের হাতে বিশেষ উপহার তুলে দেন সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা অ্যান্তোনিও কস্তা। জার্সিটিতে নিজের অটোগ্রাফ সহ বিশেষ বার্তা দেন রোনালদো।
সেখানে লেখা ছিল, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার, শান্তির জন্য খেলছি, সিআর৭।’ বার্তাটি শুনে ট্রাম্প বলেন, ‘দুর্দান্ত, আমি এটাই পছন্দ করি। শান্তির জন্য খেলা।’
আরও পড়ুন: খাদ্যে বিষক্রিয়ায় ইতালিতে ২১ ফুটবলার অসুস্থ, হাসপাতালে ১৬
এসময় জার্সিটি উঁচিয়ে ধরে রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘তারা বলে যে তিনিই (রোনালদো) সর্বকালের সেরা (ফুটবলার)।’
বর্তমানে বিশ্রামে সময় কাটাচ্ছেন রোনালদো। ক্লাব বিশ্বকাপে জায়গা পায়নি রোনালদোর দল আল নাসর। আর কিছুদিন আগেই কনফারেন্স লিগ জেতা পর্তুগালেরও এখন কোনো ম্যাচ নেই।