ট্রাম্পকে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচন করলো টাইম ম্যাগাজিন 

৪ সপ্তাহ আগে
টাইম ম্যাগাজিনের  বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে দ্বিতীয়বারের মতো  স্বীকৃতি পেলেন ডনাল্ড ট্রাম্প।  বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে  উদ্বোধনী  ঘন্টা বাজান তিনি।  চার বছর আগে  তখনকার নির্বাচনে পরাজয় মেনে নিতে  অস্বীকৃতি জানিয়েছিলেন ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ট্রাম্প। সেই ট্রাম্পের সাবেক প্রেসিডেন্ট থেকে নভেম্বরে নির্বাচনে জয়ী হয়ে প্রত্যাবর্তনের চিহ্ন হলো  এই সম্মাননা।   সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী ঘন্টা বাজানোর আগে ট্রাম্প এক মতবিনিময়ে বক্তব্য রাখেন এবং একে ‘অসাধারণ সম্মান’  বলে অভিহিত করেন।   তিনি বলেন, “ টাইম ম্যাগাজিন,  দ্বিতীয়বারের মতো  এই সম্মাননা পাওয়ার পর আমার মনে হচ্ছে এবারই আসলে বেশি ভালো লেগেছে।”  তিনি তার পছন্দের ট্রেজারি  সেক্রেটারি  স্কট  বেসেন্টসহ আসন্ন প্রশাসনের জন্য  বাছাই করা কিছু মানুষের সাথে কথা বলেছেন। তিনি প্রতিশ্রুতি দেন যে,  এই সপ্তাহে ফেডারেল সরকার  ১০০ কোটি ডলারের বেশি মূল্যের প্রকল্প এবং নির্মাণ কাজের জন্য পরিবেশগত অনুমোদনসহ দ্রুত পারমিট জারি করবে।  তিনি বলেন, “ আমি মনে করি আমরা দারুণ কাজ করতে যাচ্ছি।  আমাদের বিশ্বের কিছু সমস্যা,  কিছু বড় সমস্যার সমাধান করতে হবে।”   টাইমের এডিটর ইন  চিফ  স্যাম  জ্যাকবস  এনবিসির টুডে  শোতে ঘোষণা করেন,  ট্রাম্প ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন।  জ্যাকবস বলেন,  ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি ২০২৪ সালে সংবাদে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন।    জ্যাকবস  বলেন, “ এই ব্যক্তি এমন একজন  যিনি ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন,  যিনি আমেরিকান প্রেসিডেন্সি কে নতুন রূপ দিয়েছেন এবং যিনি আমেরিকান রাজনীতিকে নতুন করে সাজাচ্ছেন।” “ ওভাল অফিসে যিনি যাচ্ছেন তিনিই  সংবাদের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি-  এ নিয়ে তর্ক করা কঠিন।”  দিনের বাণিজ্যের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে ট্রাম্প ওয়াল স্ট্রিটে ছিলেন।  টাইম ম্যাগাজিনের প্রচ্ছদটি  স্টক এক্সচেঞ্জের একটি দেয়ালে আমেরিকান পতাকা দিয়ে প্রজেক্ট করা হয়। 
সম্পূর্ণ পড়ুন