ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন ইউক্রেনীয় বক্সার, দেখাবেন ‘বাস্তবতা’!

৩ সপ্তাহ আগে
ইউক্রেন যুদ্ধের বাস্তবতা অনুভব করাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক সপ্তাহের জন্য নিজ বাড়িতে থাকার আমন্ত্রণ জানিয়েছেন ইউনিফায়েড হেভিওয়েট চ্যাম্পিয়ন ওলেকসান্ডার উসিক।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর, দ্বিতীয়বার নির্বাচিত হলে ‘২৪ ঘণ্টার মধ্যে’ সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। 

 

তবে নির্বাচনে জিতে ক্ষমতায় এলেও তা করে দেখাতে ব্যর্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বরং ‘যুদ্ধ শুরু করার’ জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন তিনি।

 

২০২২ সালে অ্যান্থনি জোশুয়ার বিরুদ্ধে নিজের জয় ইউক্রেনের জনগণের উদ্দেশে উৎসর্গ করা উসিক বলেছেন, ট্রাম্প ইউক্রেনের পরিস্থিতি আরও ভালোভাবে বোঝার জন্য এক সপ্তাহ তার বাড়িতে থাকতে পারেন। 

 

আরও পড়ুন: বিমানে উঠতে গিয়ে হোঁচট, বাইডেনকে মনে করালেন ট্রাম্প (ভিডিও)

 

বিবিসি স্পোর্টকে তিনি বলেন, ‘আমি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনে এসে এক সপ্তাহের জন্য আমার বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছি।’

 

উসিক আরও বলেন, 

মাত্র এক সপ্তাহ। আমি তাকে (ট্রাম্প) আমার বাড়িটা দেবো। দয়া করে ইউক্রেনে থাকুন এবং প্রতি রাতে কী ঘটছে তা দেখুন।

 

‘প্রতি রাতে আমার বাড়ির ওপর বোমা ও বিমান হামলা হয়। প্রতি রাতে বোমা, রকেট হামলা,’ যোগ করেন ইউক্রেনীয় ওই বক্সার।

 

সূত্র: বিবিসি 

]]>
সম্পূর্ণ পড়ুন