রোববার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
জাতিসংঘের দূত বেন সল বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা বেআইনি। এ ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত ও অভিশংসনের আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বেন সল বলেন, ‘আমি ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসন এবং দেশটির নেতা ও তার স্ত্রীর অবৈধ অপহরণের তীব্র নিন্দা জানাই।’
আরও পড়ুন: মাদুরোকে ‘অপরাধীর মতো’ হাঁটানোর ভিডিও প্রকাশ করল হোয়াইট হাউস
তিনি আরও বলেন, ‘ভেনেজুয়েলায় প্রাণহানি ঘটেছে, তা মানবাধিকারের লঙ্ঘন। এই হত্যাকাণ্ডের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং তাকে অভিশংসিত করা উচিত।’
এদিকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি ‘খুবই উদ্বিগ্ন’। এই ঘটনা শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব
বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার ভেতরের অবস্থা যেমনই হোক না কেন, এভাবে অন্য দেশের ওপর সামরিক অভিযান চালানো একটি বিপজ্জনক উদাহরণ তৈরি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘মহাসচিব বারবার জোর দিয়ে বলে আসছেন, সব পক্ষেরই আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের পূর্ণ সম্মান নিশ্চিত করা জরুরি। তবে এই অভিযানে আন্তর্জাতিক আইনের নিয়মগুলো মানা হয়নি, এ নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’
]]>
১ সপ্তাহে আগে
৫







Bengali (BD) ·
English (US) ·