ট্রাম্প হোয়াইট হাউসে ধর্ম বিষয়ক শাখা গঠন করবেন, লক্ষ্য 'খ্রিস্টান-বিরোধী ধারণা' নির্মূল করা

১ মাস আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি হোয়াইট হাউসে একটি ধর্ম সংক্রান্ত কার্যালয় তৈরি করবেন এবং ফেডারেল সরকারের অভ্যন্তরে ‘খ্রিস্টান-বিরোধী পক্ষপাত’কে নির্মূল করার বিষয়ে একটি টাস্ক ফোর্সকে নেতৃত্ব দিতে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে নির্দেশ দেবেন। যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ ট্রাম্প এই বক্তব্য রাখেন এবং ভাষণে ঐক্যের আহ্বান জানান। পাশাপাশি তিনি আইনপ্রণেতাদের বলেন, গত বছর একজোড়া ব্যর্থ হত্যাচেষ্টার পর থেকে ধর্মের সঙ্গে তার সম্পর্ক পরিবর্তিত হয়েছে। ওয়াশিংটনে দ্বিতীয় প্রেয়ার ব্রেকফাস্টে ট্রাম্পের কথায় আরও পক্ষপাতমূলক স্বর শোনা গেছে; খ্রিস্টানদের “ধর্মীয় বৈষম্য” থেকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ট্রাম্প বলেন, ডিওজে, আইআরএস, এফবিআই ও অন্যান্য সংস্থাসহ ফেডারেল সরকারের অভ্যন্তরে সব ধরনের খ্রিস্টান-বিরোধী লক্ষ্যবস্তু ও বৈষম্যকে অবিলম্বে স্থগিত করাই হবে এই টাস্ক ফোর্সের লক্ষ্য। তিনি অঙ্গীকার করেন, “আমাদের সমাজে খ্রিস্টান-বিরোধী সহিংসতা ও ভাঙচুরকে সম্পূর্ণভাবে বিচার করতে এবং দেশজুড়ে খ্রিস্টান ও ধর্মবিশ্বাসীদের অধিকার রক্ষা করতে যাবতীয় যা করণীয়” তা করবেন অ্যাটর্নি জেনারেল। প্রেসিডেন্ট তার ভাষণে খ্রিস্টান-বিরোধী মনোভাবের নির্দিষ্ট কোনও উদাহারণ উল্লেখ করেননি, তবে তিনি আগে দাবি করেছিলেন, নির্দিষ্টভাবে খ্রিস্টানদের নিশানা করতে বাইডেন প্রশাসন ফেডারেল সরকারকে ব্যবহার করেছে। টাস্ক ফোর্স গঠন করতে ও এর দায়দায়িত্ব কী হবে তা নিয়ে ট্রাম্প বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন; এই দায়িত্বের মধ্যে রয়েছে লঙ্ঘনকারী নীতি, অনুশীলন বা আচরণকে নির্মূল করতে নানা পদক্ষেপের সুপারিশ করা। মুসলিম ও আরব-বিরোধী ধর্মান্ধতাকে দমন করতে বাইডেন প্রশাসন ডিসেম্বরে একটি কৌশলী নীতি ঘোষণা করেছিল এবং ইহুদি-বিদ্বেষকে মোকাবিলা করতে একই রকম পরিকল্পনা নিয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার আরও ঘোষণা করেছেন, হোয়াইট হাউসে তিনি একটি ধর্মীয় কার্যালয় তৈরি করবেন এবং এর নেতৃত্বে থাকবেন রেভারেন্ড পলা হোয়াইট। পলা তার ধর্মীয় উপদেষ্টা হিসেবে কয়েক বছর দায়িত্ব পালন করেছিলেন।
সম্পূর্ণ পড়ুন