যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, তিনি আশা করছেন যে ইউক্রেন শীঘ্রই তাদের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ করার বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি গ্রহণ করবে। এই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা তহবিলের কিছু ক্ষতি পুষিয়ে তুলতে পারবে।
ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের সম্ভাব্য চুক্তি সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমরা আশা করছি পরবর্তী স্বল্প সময়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করবো, যা আমাদের নিশ্চিত করবে যে আমরা আমরা ৪০ বা ৫০ হাজার কোটি ডলার ফিরে পাব।"
তিনি আরও বলেন, "এটি একটি বড় চুক্তি, তবে তারা [ইউক্রেনীয়রা] এটি চায়, এবং এই চুক্তি আমাদের সেই দেশে উপস্থিত রাখবে।আমরা আমাদের অর্থ ফেরত পাব। এটি আমাদের প্রস্তাব করার অনেক আগেই স্বাক্ষরিত হওয়া উচিত ছিল।"
ট্রাম্প প্রশাসন ইউক্রেনে যুদ্ধের অবসানের লক্ষ্যে বৃহত্তর আলোচনার অংশ হিসেবে রেয়ার আর্থ খনিজ সম্পদের চুক্তির প্রস্তাব দিয়েছে।
প্রেসিডেন্টের মন্তব্যগুলো এমন প্রতিবেদনের পর এসেছে, যেখানে বলা হয়েছে যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি প্রথম প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পর তাঁর প্রশাসন কিয়েভকে খনিজ চুক্তির একটি সংশোধিত সংস্করণ উপস্থাপন করেছে।
খনিজ চুক্তি নিয়ে আলোচনাটি এ সপ্তাহে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে হওয়া তীব্র বাদানুবাদের পর এসেছে। ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করেছে ট্রাম্পের এমন কথার জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাশিয়ার প্রভাবিত " অপ-তথ্যের জগতে" বাস করছেন।
ট্রাম্প তাঁর ট্রুথ সামাজিক প্ল্যাটফর্মে এর প্রতিক্রিয়ায় জেলেনস্কিকে "বিনা নির্বাচনের এক স্বৈরশাসক" বলে অভিহিত করেন।
শুক্রবার, ট্রাম্প হোয়াইট হাউসে রিপাবলিকান স্টেট গভর্নর অ্যাসোসিয়েশনের একটি সমাবেশে মন্তব্য করার সময় জেলেনস্কির সাথে তার পরোক্ষ বাক্য বিনিময়ের কথা উল্লেখ করেন। প্রেসিডেন্ট বলেন "রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে খুব ভাল আলোচনা হয়েছে" এবং "ইউক্রেনের সাথে তেমন ভালো আলোচনা হয়নি।" তিনি উল্লেখ করেন যে ইউক্রেন "কঠোর" ভাষায় কথা বলে তবে তাদের খুব বেশি দর কষাকষির মাধ্যম নেই।
কূটনৈতিক বোমা
সোমবার আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার তৃতীয় বার্ষিকী উপলক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি সভার আয়োজন করবে। ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে ইউক্রেন একটি খসড়া প্রস্তাব প্রচার করেছে, যা অধিবেশনটিতে ভোটের জন্য উপস্থাপন করার পরিকল্পনা করছে।
প্রস্তাবটি জাতিসংঘের সনদের নীতির উপর ভিত্তি করে "সার্বিক, ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি"’র মাধ্যমে "এই বছর যুদ্ধের অবসান করার" গুরুত্বের উপর জোর দেয় এবং ইউক্রেনের "আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মধ্য" থেকে রাশিয়ার সেনাবাহিনীকে পরিপূর্ণরূপে প্রত্যাহারের আহ্বান জানায়।
তবে, শুক্রবার রাতে ট্রাম্প প্রশাসন তাদের নিজস্ব খসড়া প্রস্তাব প্রচার করলে ইউক্রেনের পরিকল্পনা বিপর্যস্ত হয়ে পড়ে। "শান্তির পথ" শিরোনামের ৬৫ শব্দের এই প্রস্তাবে "রাশিয়া-ইউক্রেন সংঘাত জুড়ে মর্মান্তিক ক্ষতি" সম্পর্কে শোক প্রকাশ করা হয় এবং এটি "দ্রুত যুদ্ধের অবসান এবং ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি স্থায়ী শান্তির জন্য আহ্বান জানায়।"
মস্কো দীর্ঘদিন ধরে ইউক্রেনে তার অবৈধ আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে এই বলে যে, ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশ ভাষী সংখ্যালঘুদের কিয়েভ সরকার নির্যাতন করছে। এছাড়াও, ক্রেমলিন ইউক্রেন সরকারকে "নাৎসি" এবং "ফ্যাসিবাদী" বলে অভিযুক্ত করে।
মস্কো আরও বলেছে যে, তারা নেটো সম্প্রসারণকে তাদের প্রতিবেশী অঞ্চলে আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখে।
চলমান আলোচনা
ট্রাম্প বৃহস্পতিবার ইউক্রেনের কিয়েভে জেলেন্সকির সাথে বৈঠকের জন্য ইউক্রেন এবং রাশিয়ার জন্য তাঁর বিশেষ দূত যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলোগকে পাঠান। বৈঠকের পরে মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে।
ট্রাম্পকে শুক্রবার সাংবাদিকরা তিনি মস্কোতে যাবেন কিনা প্রশ্ন করলে তিনি তা খারিজ করে বলেন, "না, না আমি যাচ্ছি না।"
ইউক্রেন আশংকা করছে যে ট্রাম্প মস্কোর পক্ষে আরও অনুকূল হতে পারে এমন শর্তাদি নিয়ে যুদ্ধের সমাধানের দিকে যাচ্ছেন। রাশিয়া বর্তমানে ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চলগুলোর প্রায় এক পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে।