ট্রাম্প অ্যারিজোনা রাজ্য জয় করে ২০২৪ নির্বাচনে তাঁর আধিপত্য নিশ্চিত করলেন

১ সপ্তাহে আগে
যুক্তরাষ্ট্রের টিভি নেটওয়ার্কগুলো শনিবার পূর্বাভাস দেয় যে, যুক্তরাষ্ট্রের এই সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প আরিজোনা রাজ্যে জয়লাভ করেছেন। এর মাধ্যমে রিপাবলিকান প্রার্থী সাতটি সুইং রাজ্যের প্রত্যেকটিতেই জয় লাভ করলেন। চার দিন ধরে গণনার পর সিএনএন এবং এনবিসি পূর্বাভাস দিয়েছে যে, বৃহৎ হিস্প্যানিক জনসংখ্যার এই দক্ষিণ-পশ্চিম রাজ্যে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে পরাজিত করে ওই রাজ্যের ১১টি ইলেকটোরাল ভোট অর্জন করেছেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ২০২০ সালে অ্যারিজোনায় একটি সংকীর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছিলেন, যা ট্রাম্পকে তার প্রথম মেয়াদ শেষে পরাজয়ের মুখে ঠেলে দিয়েছিল। ট্রাম্প সারা দেশে প্রদত্ত ভোট, যা পপুলার ভোট নামে পরিচিত, প্রায় ৪০ লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ট্রাম্পের প্রত্যাবর্তনের ব্যাপকতা এবং শক্তি পরাজিত ডেমোক্রেটিক পার্টির মধ্যে প্রবল হতাশা সৃষ্টি করেছে। কংগ্রেসে রিপাবলিকানরা এগিয়ে রিপাবলিকানরা ইতিমধ্যেই সেনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে এবং শ্বেতাঙ্গ শ্রমিক শ্রেণীর ভোটার এবং হিস্পানিকদের একটি বড় অংশের সমর্থনের জন্য হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে। সিএনএন রিপাবলিকানদের জন্য ২১৩টি প্রতিনিধি আসনে জয়ের পূর্বাভাস দিয়েছে, যেখানে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন। নেটওয়ার্কটির পরিসংখ্যান অনুযায়ী, ডেমোক্র্যাটরা ২০৫টি আসন পেতে যাচ্ছে।তবে দলের শীর্ষস্থানীয় নেতারা এখনও আশা করছেন যে তারা একটি সঙ্কুচিত জয় অর্জন করতে সক্ষম হবেন, যা ট্রাম্পের ক্ষমতা যথেষ্ট পরিমাণে সীমিত করবে। এনবিসি রিপোর্ট করেছে, রিপাবলিকানরা এখন পর্যন্ত ২১২টি আসনে এবং ডেমোক্র্যাটরা ২০৪টি আসনে রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প অন্য যে ছয়টি সুইং রাজ্য জিতেছেন সেগুলি হলো পেনসিলভানিয়া, উইসকনসিন, মিশিগান, নর্থ ক্যারোলিনা, নেভাদা এবং জর্জিয়া। ট্রাম্পের জন্য সর্বসাম্প্রতিক সুসংবাদটি আসে যখন হোয়াইট হাউস জানায়, বাইডেন বুধবার হোয়াইট হাউসে নির্বাচিত প্রেসিডেন্টের সাথে দেখা করবেন। ট্রাম্প - যিনি তার ২০২০ সালের পরাজয় কখনই স্বীকার করেননি - ৫ নভেম্বরের ভোটে প্রেসিডেন্ট পদে একটি অসাধারণ প্রত্যাবর্তন নিশ্চিত করেন। এর মাধ্যমে তিনি এক দশক বা তারও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার কঠোর ডানপন্থী অবস্থানের আধিপত্য প্রতিষ্ঠা করবেন।
সম্পূর্ণ পড়ুন