টেস্টে শতকের ইতিহাস গড়ল ইংল্যান্ড ও ভারত

১ দিন আগে
শেষ হলো ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ৫ ম্যাচের টেস্ট সিরিজ। শেষ টেস্টের শেষ দিনের নাটকীয়তার পর সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে। তাতে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ভাগাভাগি করল ভারত ও ইংল্যান্ড। এই সিরিজে বেশকিছু রেকর্ড হয়েছে। তার মধ্যে ৭০ বছর আগের রেকর্ড স্পর্শ করেছে ভারত-ইংল্যান্ড সিরিজ।

ইংল্যান্ডের মাটি বরাবরই পেস সহায়ক। তবে ভারত ও ইংল্যান্ডের চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজে দেখা গেছে ব্যাটিং আধিপত্য। দুই দলের ক্রিকেটাররাই সেঞ্চুরির বন্যা বইয়ে দিয়েছেন এই সিরিজে। যার ফলে, সিরিজটি স্পর্শ করেছে ১৯৫৫ সালে গড়া একটি বিশ্বরেকর্ড।


৭০ বছর আগে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজে ২১টি শতরান হয়েছিল। এবার সেই সংখ্যায় পৌঁছাল ভারত-ইংল্যান্ড সিরিজও। ওভাল টেস্টের তৃতীয় দিনে যশস্বী জয়সোয়াল সিরিজের ১৯তম শতরানটি করেন। চতুর্থ দিনে সেঞ্চুরির কৃতিত্ব গড়েন ইংল্যান্ডের দুই ব্যাটার জো রুট ও হ্যারি ব্রক।


আরও পড়ুন: ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম 


২১টি শতকের মধ্যে ভারতের ব্যাটাররা হাঁকিয়েছেন ১২ শতক, ইংল্যান্ডের ক্রিকেটাররা ৯টি। এক সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ২০টি শতরান দেখা গিয়েছিল ২০০৩-০৪ সালে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সিরিজে।


ভারতের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো এক টেস্ট সিরিজে একটি দল ১২টি শতরান করেছে। বিশ্ব ক্রিকেটে এটি মাত্র চতুর্থ ঘটনা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি করেছেন অধিনায়ক শুভমান গিল। এছাড়া লোকেশ রাহুল, রিশভ পন্ত ও যশস্বী জয়সওয়াল ২টি করে সেঞ্চুরি হাঁকান।  

]]>
সম্পূর্ণ পড়ুন