টেস্ট সিরিজের দল ঘোষণা শ্রীলঙ্কার, দু’বছর পর ফিরলেন এমবুলদেনিয়া

১ দিন আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ব্যস্ততার মাঝেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করলো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দুই বছর পর দলে ফিরলেন লাসিথ এমবুলদেনিয়া।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুই টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বাদ পড়েছেন বোলিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস।

 

ঘরের মাঠে দারুণ সময় কাটছে শ্রীলঙ্কার। এক যুগ পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে তারা। হোয়াইটওয়াশের লক্ষ্যে নিয়ে মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে তারা।

 

আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

 

এর মাঝেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে প্রোটিয়া সফর নিয়ে। টেম্বা বাভুমাদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে লঙ্কানরা। ডার্বানে ২৭ নভেম্বর প্রথম ম্যাচের পর জিকেবের্হাতে ৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। দুটি টেস্টই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

 

ম্যাচ দুটির জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। দুই বছর পর দলে ফিরেছেন বাঁ হাতি স্পিনার এমবুলদেনিয়া। সবশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের হয়ে সাদা পোশাকে লড়েছিলেন তিনি। বাদ পড়েছেন স্পিন অলরাউন্ডার রমেশ মেন্ডিস। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে বল হাতে দ্যুতি ছড়িয়েছিলেন তিনি।

 

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড:

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস , কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রবাথ জয়সুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এমবুলদেনিয়া, মিলন রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।

 

আরও পড়ুন: অ্যান্টিগায় মুরাদের হ্যাটট্রিক, ভালো প্রস্তুতি সারল বাংলাদেশ

]]>
সম্পূর্ণ পড়ুন