টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও ওয়ানডে ক্রিকেটে দেশের জার্সিতে খেলছেন রোহিত শর্মা। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়া সফর রয়েছে ভারতের। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজে রোহিতের পাশাপাশি কোহলির খেলার কথা। স্পনসরের একটি ইভেন্টে টেস্ট ক্রিকেট নিয়ে নানা কথা বলেন রোহিত। খোলাসা করেন টেস্টকে হঠাৎ বিদায় বলার কারণও।
রোহিত শর্মা বলেন, ‘এই ফরম্যাটের (টেস্ট) জন্য প্রচুর প্রস্তুতির প্রয়োজন। এই ফরম্যাটের জন্য দীর্ঘস্থায়ী হতে হয়। পাঁচ দিন খেলতে হয়। মানসিকভাবে যা খুবই চ্যালেঞ্জিং। সব কিছু নিংড়ে নেয়। তবে প্রত্যেকটা ক্রিকেটারই প্রথম শ্রেণির ম্যাচ খেলেই আসে। আমরা যখন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা শুরু করেছিলাম, মুম্বই কিংবা ক্রিকেটেও দু-দিনের ম্যাচ খেলেছি। ফলে ভবিষ্যতের জন্য তৈরি হতে সাহায্য করেছে।’
আরও পড়ুন: গিলের নেতৃত্বে ভবিষ্যৎ দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার
রোহিত আরও বলেন, ‘টেস্টের জন্য অনেক কিছু প্রয়োজন। সবচেয়ে বেশি জরুরি মনসংযোগ। কারণ, এটাই ক্রিকেটের সর্বোচ্চ স্তর। মানসিকভাবে সবসময় তরতাজা থাকতে হয়। পর্দার পেছনে অনেক কাজ, লড়াই, পরিশ্রম থাকে। ওই যে বললাম, প্রস্তুতি। আমিও আমার সেই প্রস্তুতিতেই ফিরছি।’
এই কথা থেকে রোহিত শর্মা একটা জিনিস পরিষ্কার করেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপও খেলার ইচ্ছা আছে তার। তবে একটা জিনিস স্পষ্ট, টেস্টের জন্য মনসংযোগ ছিল না রোহিতের।