টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র বা টাই হলে শিরোপা কারা জিতবে

৩ সপ্তাহ আগে
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ম্যাচ টাই হয়ে গেলে সুপার ওভারে হার/জিত বের করে আনা হয়। টেস্টের টাইয়ের ক্ষেত্রে সেই সুযোগ নেই, নেই ড্রয়ের ক্ষেত্রেও। তাহলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেরকম কিছু হলে শিরোপার কী হবে?

একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ ড্র হলে দুই দল শিরোপা ভাগাভাগি করে নেয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এক ম্যাচের। এই এক ম্যাচ ড্র হলেও অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা যৌথ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে প্রাইজমানিও দুদল সমানভাবে ভাগ করে নেবে। চ্যাম্পিয়নদের জন্য প্রায় ৪৩ কোটি ও রানার্সআপদের জন্য ২৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।


টেস্ট পাঁচদিনের খেলা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। ১১ জুন খেলা মাঠে গড়ানোর পর ষষ্ঠ দিন (১৬ জুন) রিজার্ভ ডে রাখা হয়েছে। রিজার্ভ ডেতে পুরো ৯০ ওভার খেলা যেতে পারে।


আরও পড়ুন: ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল দ. আফ্রিকা


ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হলেও এটা তখনই ব্যবহার করা হবে, যখন পাঁচ দিনের মধ্যে খারাপ আবহাওয়ার কারণে সময় নষ্ট হয় এবং তারা সেই সময় পুষিয়ে উঠতে না পারে, আর পঞ্চম দিন শেষে কোনো ফলাফল না আসে। আগের দুটি চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটিতে রিজার্ভ ডে ব্যবহার করার নজির আছে।


২০২১ সালের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড শিরোপার জন্য মুখোমুখি হয়েছিলো। সাউদ্যাম্পটনের ওই ম্যাচে বৃষ্টির কারণে প্রথম দিন ও চতুর্থ দিনের খেলা পুরোপুরি ভেস্তে যায়। অন্য দিনগুলোতেও খারাপ আবহাওয়া ব্যাঘাত ঘটিয়েছিলো। যে কারণে হারানো সময় পূরণ করতে রিজার্ভ ডে ব্যবহার করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন