গত মাসে লর্ডসে অনুষ্ঠিত সবশেষ চক্রের ফাইনালের পর থেকেই একটি প্রশ্ন ছিল, এরপরের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে। তবে এবার নিশ্চিত হলো, শুধু এরপরের ফাইনালই নয় আগামী তিন আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। যদিও এখনও ইংল্যান্ডের কোন ভেন্যুতে ফাইনাল হবে তা নির্ধারিত হয়নি।
কিছুদিন আগে গুঞ্জন উঠেছিলো, ভারতও চায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের আয়োজক হতে। কিন্তু ভারতের সে আশা আর পূরণ হচ্ছে না। ২০২৭, ২০২৯ ও ২০৩১—এই তিন আসরের ফাইনালও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের যেকোনো ভেন্যুতে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের মতো দলগুলোর ভাগের টাকা আরও বেশি পাওয়া উচিত: ভন
ইংল্যান্ডেই আরও তিনটি ফাইনাল হওয়ার পেছনে ‘ইসিবির সফলভাবে সাম্প্রতিক ফাইনালগুলো আয়োজনের’ কথা বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী তিন আসরের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়ে ভীষণ খুশি ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড।
২০২১ সালে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং ভারত। অনুষ্ঠিত হয়েছে সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে। পরের দুই আসরের ফাইনালও (২০২৩ এবং ২০২৫) অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। এই দুটি ফাইনাল অবশ্য অনুষ্ঠিত হয়েছিল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।