২০১১ সালের ২০ জুন কিংস্টনে ভারতের জার্সিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলির। যদিও সে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৩ রানে জেতে টিম ইন্ডিয়া। ৫ নম্বর পজিশনে ব্যাট করতে নেমে বিরাটের পারফরম্যান্স অবশ্য চোখে পড়ার মতো ছিল না। ১০ বল খেলে একটি চার মেরেছেন মাত্র। দ্বিতীয় ইনিংসেও ছিলেন ছন্নছাড়া। বল খেলেছেন ৫৪টি, রান করেন মাত্র ১৫।
বিরাটের টেস্ট ক্যারিয়ারের শুরুটা যেমন ছিল, শেষটাও ঠিক তেমনই। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে করেন ১৭ রান। আর দ্বিতীয় ইনিংসে তার ব্যাটে আসে মাত্র ৬ রান। তবে মাঝের যে সময়টা, সেই সময়ে ব্যাট হাতে রীতিমতো আলো ছড়িয়েছেন এই ব্যাটসম্যান। তার খেলা দেখে তো অনেকেই তাকে শচীনের কাতারেই বসিয়েছেন। আবার অনেকে তো মনে করতেন যে খোঁদ শচীন টেন্ডুলকারকেই ছাড়িয়ে যাবেন তিনি।
আরও পড়ুন: টেস্ট থেকে অবসরে কোহলি
বিরাট কোহলি যা করেছেন, তার সে কীর্তির দিকে যদি চোখ বুলান, তাহলে সত্যিই মুখে ফুটে উঠবে। ১২৩টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ, ইনিংস খেলেছেন ২১০টি। ঝুলিতে রান আছে ৯ হাজার ২৩০। এক ইনিংসে সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। গড় রান ৪৬.৮৫, আর স্ট্রাইকরেট ৫৫.৫৭। ৩১টি হাফ-সেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩০টি। এক হাজারেরও বেশি বাউন্ডারি মেরেছেন। আর ওভার বাউন্ডারি আছে ৩০টি। এমন ঝলমলে ক্যারিয়ারের দিকে মুখে তো হাসি ফুটে উঠবেই।
টেস্ট ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি করেছেন মোট ৭টি। যা ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। এই কীর্তিতে বিশ্ব ক্রিকেটেও শীর্ষে রয়েছেন কোহলি। তার অভিষেকের পর আর কোনো ব্যাটসম্যান এত বেশি ২০০+ ইনিংস খেলতে পারেননি।
ক্যারিয়ারে তিনি যত রান করেছেন, তাতে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে কোহলি চতুর্থ সর্বোচ্চ রানের মালিক। ৩০টি সেঞ্চুরি করেছেন, এটিও ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। এছাড়া টানা দুটি পঞ্জিকাবর্ষে ৭৫ বা এর বেশি গড়ে ১ হাজার রান করেছেন বিরাট কোহলি। টেস্ট ইতিহাসে এমন কীর্তি আর কোনো ক্রিকেটারের নেই।
আরও পড়ুন: শচীনের বিদায়ের দিনে যে উপহার দিতে চেয়েছিলেন কোহলি
টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৬৮ ম্যাচে। কোহলির নেতৃত্বে ৪০টি ম্যাচেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। হেরেছে মাত্র ১৭ ম্যাচে, আর ড্র হয়েছে ১১ ম্যাচ। অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছেন ২০টি। অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে শুধু দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের। যদিও স্মিথ তার দলকে নেতৃত্ব দিয়েছেন ১০৮ টেস্টে।
অধিনায়ক হিসেবে বিরাট কোহলি রান করেছেন ৫ হাজার ৮৬৪। যা দলের রানের ১৬.৪৫ শতাংশ। যে ১৮ অধিনায়ক ৫০-এর বেশি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে কোহলির সামনে শুধু ইংল্যান্ডের জো রুট আছেন, তার রান দলের রানের ১৬.৬৭ শতাংশ।
কোহলির অধিনায়কত্বে ৬৮ টেস্টের ৪০টিতেই জিতেছে ভারত। যা ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ধোনির। ৬০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ধোনি, তার মধ্যে জয় পেয়েছে ২৭ টেস্টে। এমনকি ২০১০ সালের পর থেকে অন্তত ৫০ টেস্টে নেতৃত্ব দেওয়া আর কোনো দেশের অধিনায়কই এত বেশি টেস্ট জিততে পারেননি।
]]>