টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ দিতে টি-টোয়েন্টিকে বিদায় বললেন স্টার্ক

৪ সপ্তাহ আগে
টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। বাংলাদেশ সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে অবসরের ঘোষণা দেন ৩৫ বছর বয়সি এই ফাস্ট বোলার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্টার্কের অবসর অস্ট্রেলিয়ার জন্য একটি বড় ধাক্কা।

মূলত, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় বলেছেন স্টার্ক। 
 

Mitchell Starc has announced his retirement from T20Is in order to prioritise Australia's heavy Test schedule from late next year and the 2027 ODI World Cup https://t.co/wykP9UmHrY pic.twitter.com/6tI0QFZfJO

— ESPNcricinfo (@ESPNcricinfo) September 2, 2025

 

২০২১ সালে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন স্টার্ক। সেই টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৬৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৯টি উইকেট পেয়েছেন বাঁহাতি এই পেসার। এখন পর্যন্ত জাম্পার পর স্টার্ক-ই টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।


আরও পড়ুন: রোহিত-কোহলির যথাযথ বিদায় চান ভারতের এই তারকা 


স্টার্ক আগেও অনেকবার বলেছেন, টেস্ট ক্রিকেটকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আগামী নভেম্বরে অ্যাশেজ রয়েছে। তার পাশাপাশি ২০২৬ সালে অস্ট্রেলিয়া প্রচুর টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে। আর সেই চাপ কমাতেই মূলত টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন স্টার্ক।


নিজের অবসর নিয়ে স্টার্ক নিজের বিবৃতিতে বলেন, 'সামনে অ্যাশেজ রয়েছে, এরপর ভারতের মাটিতে টেস্ট সিরিজও খেলব আমরা। এমন অবস্থায় নিজেকে সতেজ ও ফিট রাখতে এটা আমার করা (টি-টোয়েন্টি থেকে অবসর) দরকার ছিল।'   


এদিকে অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি স্টার্কের এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট টি-টোয়েন্টিতে স্টার্কের অবদানকে মনে রাখবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন