টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মী অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

৩ সপ্তাহ আগে
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী একটি বাস থামিয়ে পরিবহণের এক কর্মীকে অপহরণ করা হয়েছে। এরপর পরিবারের সদস্যদের ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা বাস থামিয়ে এই কর্মীকে অপহরণ করে পশ্চিমের পাহাড়ে নিয়ে যায় বলে জানিয়েছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।


অপহৃত সালমান খান (২৭) একই ইউনিয়নের দমদমিয়া এলাকার বাসিন্দা। তিনি সেন্টমার্টিন পরিবহনে টিকেট কাউন্টারে দায়িত্ব পালন করেন।


হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা দেয়া সেন্টমার্টিন পরিবহণের একটি বাস যোগে সালমান হ্নীলায় আসছিল। আলীখালি রাস্তার মাথা থেকে বাসটি থামিয়ে কয়েকজন সন্ত্রাসী তাকে ধরে পাহাড়ে নিয়ে যায়। পরে পিতাকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। বিযয়টি নিয়ে পরিবারের সদস্যদের টেকনাফ থানায় পাঠানো হয়েছে।


আরও পড়ুন: আরও দুই টেলিকমকর্মী অপহরণ, ১০ দিনেও মেলেনি খোঁজ


কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, এখনো পর্যন্ত কোন থানায় কোন অভিযোগ করা হয়নি বা পরিবারের কেউ আসেনি। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে উদ্ধারে ব্যবস্থা এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।


র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান বলেন, অপহরণ বিষয়টি এখনো জানি না। তবে, এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আমরা টেকনাফ এলাকাকে অপহরণ মুক্ত করতে কাজ করছি।


কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত সাড়ে ১৭ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন