সিনেমা দেখে আনন্দ পেতে পারো, অনুপ্রাণিতও হতে পারো। তাতে সমস্যা নেই। কিন্তু বাস্তবতা ভুলে যেয়ো না। অন্তত এটুকু মনে রাখো—তুমি অন্যায়ের শিকার। তুমি চেষ্টা করো সফল হতে, কিন্তু সফল না হলে নিজেকে দোষ দিয়ে ধ্বংস হয়ো না। বরং যারা তোমার জীবন কঠিন করে রেখেছে, তাদের দিকে আঙুল তুলতে শেখো। তাদের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করো। এটাও একধরনের সফলতা।