টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে রাতে মাঠে নামছে ইন্টার মিলান

১ সপ্তাহে আগে
টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে মাঠে নামছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। প্রতিপক্ষ এশিয়ার দল উরাওয়া রেড ডায়মন্ডস। ওয়াশিংটনের লুমেন ফিল্ডে ম্যাচ শুরু আজ (২১ জুন) রাত ১টায়। একই গ্রুপের ম্যাচে রোববার (২২ জুন) ভোর ৭টায় আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট লড়বে মেক্সিকান দল মন্তেরেই’র বিপক্ষে।

এবারের ক্লাব বিশ্বকাপ যেন ইউরোপেরে বাইরের দলগুলোর কাছে নিজেদের সক্ষমতা প্রমাণের। যে দৌড়ে উয়েফার ক্লাবগুলোকে ভালো শিক্ষা দিচ্ছে অন্যরা। সে চ্যালেঞ্জটা আরেকটু বেশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট সিরি’আর দ্বিতীয় হওয়ার ইন্টার মিলানের জন্য। প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব মন্তেরেই’র বিপক্ষে ড্র করায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা ইন্টারের। 

 

ই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য সহজ প্রতিপক্ষই পাচ্ছে নেরাজ্জুরিরা। জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস। এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে ইতিহাস কথা বলছে ইন্টারের পক্ষেই। যদিও তাদের মাথা ব্যথার বড় কারণ ফিনিশিং লাইনআপ। যদিও আগের ম্যাচ গোল পেয়েছেন অধিনায়ক লাউতারো মার্টিনেজ। 

 

আরও পড়ুন: যে ক্লাবে যোগ দিতে মরিয়া মার্টিনেজ

 

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে অবশ্য স্বস্তিতে থাকার জো নেই ডোমনেক টরেন্টেরের। তাইতো শুরুর একাদশে বেঞ্জামিন প্যাভার্ড, নিকোলো বেরেল্লা, সেবাস্তিয়ান এসপোসিতো, হেনরিখ মাখতারিয়ান সবাইকেই রাখবেন কোচ। সেক্ষেত্রে ফেদেরিক ডারমিকোর জায়গা হতে পারে সাইট বেঞ্চেই। প্রথম ম্যাচ রিভার প্লেটের কাছে হেরেছে উরাওয়া রেড ডায়মন্ডস-ও। তাইতো এ ম্যাচে পা হড়কালে টুর্নামেন্টে বিদায় ঘণ্টা বেজে যাবে তাদেরও। 

 

ক্লাব বিশ্বকাপের ফাঁকা গ্যালারিতেও প্রাণের সঞ্চার লাতিন অঞ্চলের ক্লাবগুলোর জন্য। মার্কিন মুলুকে মেক্সিকান ক্লাব মন্তেরেই-ও আছে বড় ফ্যানবেজ। তাইতো এই গ্রুপের দ্বিতীয় ম্যাচ ঘিরেই যত আকর্ষণ। 

 

আরও পড়ুন: ফিফার বিবেচনায় কনফেডারেশন কাপ, মুখোমুখি হবেন মেসি-রোনালদো!

 

মন্তেরেই’র বড় তারকা স্প্যানিশ গ্ল্যাডিয়েটর সার্জিও রামোস। দলটির অধিনায়কও তিনি। আগের ম্যাচে ইন্টারকে রুখে দেয়ার নায়ক। তাইতো রিভার প্লেটের বিপক্ষে বিগ ম্যাচে মূল দায়িত্বটা নিতে হবে তাকেই।  

 

অন্যদিকে আর্জেন্টাইন রিভার প্লেটের বড় তারকা ফাকুন্দো কলিজো গোল পেয়েছেন নিজেদের প্রথম ম্যাচে। ফর্মে আছেন সেবোস্তিয়ান দ্রুয়েসি। এ ম্যাচে জয় পেলে নক আউট নিশ্চিত হবে রিভার প্লেটের। সবমিলিয়ে তাই জমজমাট এক ম্যাচের অপেক্ষা।

]]>
সম্পূর্ণ পড়ুন