টুইন টাওয়ারে হামলার কথা আগেই জানত ইসরাইলি গোয়েন্দারা!

৩ সপ্তাহ আগে
২০০১ সালে টুইন টাওয়ারে ভয়াবহ হামলার বিষয়ে আগে থেকেই জানত ইসরাইলি গোয়েন্দারা– এমন দাবিই করেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন।

নিউইয়র্কের টুইন টাওয়ারে ভয়াবহ বিমান হামলার ২৪ বছর পরেও ছড়িয়ে পড়ছে নানা তথ্য-উপাত্ত। হামলার ইতিহাস ও গোয়েন্দা কর্মকর্তাদের কার্যক্রম নিয়ে নানা দিক উন্মোচন শুরু করেছেন সাংবাদিক ও প্রামাণ্যচিত্রকারেরা।

 

এবার, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার বিষয়ে আগে থেকেই জানত ইসরাইলি গোয়েন্দারা–এমন দাবিই করেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন। এ নিয়ে শিগগিরই তিনি একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করবেন বলে জানিয়েছেন। 

 

সম্প্রতি পিয়ার্স মরগানের আনসেন্সরড নিউজ নামের এক অনুষ্ঠানে কার্লসন আরও দাবি করেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্ক আরও মজবুত হয়েছে বলে মনে করেন ইহুদিরা। 

 

আরও পড়ুন: হত্যাকাণ্ড-খুনের চেষ্টা /যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায়!

 

ইসরাইলি আর্টস স্কুলের শিক্ষার্থীরাও এই হামলার বিষয়ে জানতেন বলে দাবি করেছেন কার্লসন। 

 

একইসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা ওই মুহূর্তের ভিডিও করছিলেন। ২০০১ সালের আগে ও পরে দুইশ’র বেশি ইসরাইলিকে এসব কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারও করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন