গত ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইতালির লিগে খেলা ফাহামেদুল ইসলামের। সে ম্যাচে নিজের পারফরম্যান্স দিয়ে সবার নজর কাড়েন তিনি। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে ঠিক সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ফাহামেদুল। উল্টো ম্যাচের ২৩ মিনিটে দেখেছেন হলুদ কার্ড।
আরও পড়ুন: কিছুটা হতাশ, তবুও এই বাংলাদেশ নিয়ে গর্বিত সমিত
ম্যাচের ৪০ মিনিতে ভালো সুযোগ পেয়েছিলেন ফাহামেদুল। কিন্তু বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ফাহামেদুল শেষ পর্যন্ত দুই ডিফেন্ডারের প্রতিরোধ ভেঙে শট নিতে পারেননি। পরে ৫৮ মিনিটে তাকে তুলে নেন কোচ।
দল হেরেছে ২-১ ব্যবধানে, আবার নিজের খেলায়ও সন্তুষ্ট নন ফাহামেদুল। বুধবার (১১ জুন) টিম হোটেল ছেড়ে নিজ জেলা ফেনীতে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ম্যাচটা জেতার সর্বোচ্চ চেষ্টা করেছি। মাঠে নিজেদের পুরোটা দিয়ে পারফর্ম করেছি। কিন্তু আমরা দুর্ভাগা, দিনটা আমাদের ছিলো না। পরের ম্যাচ ইনশাআল্লাহ জিতবো।’
আরও পড়ুন: সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর এশিয়ান কাপের আশা কতটুকু বাংলাদেশের?
বর্তমানে ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে খেলছেন ফাহামেদুল। সিরি ডি-তে ‘জি’ গ্রুপে রয়েছে ক্লাবটি। এর আগে একই স্তরের ক্লাব লিগোরনা ও লিভোরনোতে ছিলেন ফাহামেদুল।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
]]>