টিটিপি-র সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফ

২ সপ্তাহ আগে
পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সোমবার (২০ অক্টোবর) নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সাথে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। বলেছেন, পাকিস্তান কেবল আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালেবান সরকারের সাথেই আলোচনা করতে পারে।

মঙ্গলবার (২১ অক্টোবর) জিও নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।


রোববার কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় পাকিস্তান ও আফগানিস্তান এক সপ্তাহব্যাপী সীমান্ত সংঘর্ষের পর শত্রুতা বন্ধে সম্মত হয়। 

 

আরও পড়ুন:পাক-আফগান যুদ্ধবিরতি বজায় রাখতে কাবুলকে অনুপ্রবেশ ঠেকাতে হবে: খাজা আসিফ


জিও নিউজের এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রতিবেশী দেশটির সাথে পাকিস্তানের অনানুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

 

এ সময় তিনি আরও বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা টিটিএ (তেহরিক-ই-তালেবান আফগানিস্তান) এর সাথে আলোচনা করছি। আমরা কখনই টিটিপির সাথে আলোচনা করব না।’


এদিকে, দোহায় পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী মন্ত্রী বলেছেন, আফগান তালেবান প্রতিপক্ষের সাথে যুদ্ধবিরতি আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


আলোচনার সময় কোনো পক্ষের কাছ থেকে কোনো তিক্ততা ছিল না। তিনি কাতার এবং তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে বলেন।

 

আসিফ প্রকাশ করেছেন, যুদ্ধবিরতির খসড়ায় মাত্র চারটি অনুচ্ছেদ রয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত দীর্ঘ খসড়াটি বানোয়াট বলেও জানান তিনি।


এছাড়া প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির উপর একটি বিস্তারিত আলোচনা তুরস্কে অনুষ্ঠিত হবে।


এদিকে, মন্ত্রী বলেন যে দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকবে কিনা সে বিষয়ে তিনি তার মতামত পরিবর্তন করেছেন।


আসিফ আগে বলেছিলেন, ১৫ অক্টোবর পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর যুদ্ধবিরতি ভঙ্গুর মনে হয়েছে তার কাছে। 


তবে, তিনি তার দৃষ্টিভঙ্গি ভঙ্গুর থেকে পরিবর্তন করে আশাবাদে পৌঁছেছেন বলে জানান। 

 

‘সর্বদা আশা ধরে রাখা উচিত, তবে চূড়ান্তভাবে কিছু বলার জন্য একটু সময় দরকার।’ বলেন আসিফ।


তিনি নিষিদ্ধ ঘোষিত টিটিপি এবং ভারতের এই চুক্তিটি নষ্ট করার প্রচেষ্টা সম্পর্কেও সতর্ক করে বলেছেন, এই ধরনের পরিস্থিতিও তৈরি হতে পারে।


সাক্ষাৎকারে মন্ত্রী আফগান তালেবান সরকারের দাবি উড়িয়ে দিয়েছেন যে, টিটিপি পাকিস্তানের ভেতর থেকে কার্যক্রম পরিচালনা করছে।

 

আসিফ পাল্টা মন্তব্য করে বলেন, বরং টিটিপি এবং এর সকল উপদলের নেতারা আফগানিস্তানে আছেন। তাদের বাড়ি, পরিবার এবং প্রশিক্ষণ শিবির সেখানে রয়েছে।

 

আরও পড়ুন:৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত খুলে দেয়ার সম্ভাবনা


আসিফ আরও জানান, পাকিস্তানি প্রতিনিধিদল ২৫ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে আফগান প্রতিনিধিদলের সাথে বিষয়টি উত্থাপন করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন