টিকটকে পরিচয়, মেলা দেখাতে নিয়ে গিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

২ দিন আগে
ফরিদপুরের বোয়ালমারীতে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর মেলা দেখাতে নিয়ে গিয়ে এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন: বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে দাউদ বিশ্বাস (২৩) ও তার বন্ধু একই এলাকার আতর আলী।


সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা করা হয়। এ ঘটনায় মেয়ের দাদা বাদী হয়ে দাউদের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুজনসহ মোট তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় দাউদ বিশ্বাস ও আতর আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ: স্বামী কারাগারে, ছাড়া পেলেন ৬ বন্ধু

 

মোহাম্মদ আল আমিন আরও জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে মামলা রেকর্ড করা হয়। প্রথমে দাউদকে এবং পরে আতর আলীকে গ্রেফতার করা হয়। পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।


থানা সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে দাউদ বিশ্বাসের সঙ্গে পরিচয় হয় সালথা উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর।


আরও পড়ুন: খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১


দাউদ বিশ্বাস তেলজুড়ি নৌকাবাইচের মেলা দেখার আমন্ত্রণ জানায় ওই ছাত্রীকে। ওই ছাত্রী গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তেলজুড়ি মেলায় নিয়ে ঘুরাঘুরি সেরে সন্ধ্যার পর ওই ছাত্রীকে পরমেশ্বরদী গ্রামের একটি মেহগনি বাগানে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে।


খবর পেয়ে পরদিন ওই ছাত্রীর বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে এবং থানায় মামলা দায়ের করে। পুলিশ শুক্রবার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দেয়। হাসপাতালে চিকিৎসা শেষে ওই কিশোরী বর্তমানে বাড়িতে রয়েছে।


 


 


 

 

]]>
সম্পূর্ণ পড়ুন