টিকটক বিক্রির জন্য অত্যন্ত ধনী ক্রেতা পেয়েছি: ট্রাম্প

৪ দিন আগে
টিকটক বিক্রির জন্য অত্যন্ত ধনী ব্যক্তিদের একটি ক্রেতা গোষ্ঠী খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, টিকটক বিক্রির বিষয়টি চূড়ান্ত হতে চীনা সরকারের অনুমোদন লাগবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ক্রেতা কারা হতে যাচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে তা প্রকাশ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

স্থানীয় সময় রোববার (২৯ জুন) মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জানান, টিকটক বিক্রির জন্য অত্যন্ত ধনী ব্যক্তিদের একটি ক্রেতা গোষ্ঠী খুঁজে পেয়েছেন তিনি।

 

আরও পড়ুন: সিনেটের অনুমোদন পেলো ট্রাম্পের কর বিল

 

ট্রাম্প বলেন, এ চুক্তি কার্যকরের জন্য চীনা সরকারের অনুমোদন প্রয়োজন হতে পারে। এ বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্মতি আশা করেন তিনি।

 

এর আগে, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ বা বিক্রির জন্য নির্ধারিত সময়সীমা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ান ট্রাম্প। নির্বাচনের সময় তরুণদের মধ্যে টিকটক তার জনপ্রিয়তা বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি।

 

আরও পড়ুন: আবারও ব্যক্তিগত ভিডিও ফাঁস পাকিস্তানি টিকটকার মিনাহিলের

 

এ মুহূর্তে টিকটকের মালিকানা চীনের ইন্টারনেট খাতের প্রতিষ্ঠান বাইটড্যান্সের হাতে রয়েছে। ২০২৪ সালের এক মার্কিন আইনে বলা হয়, বাইটড্যান্স যদি জানুয়ারির ১৯ তারিখের মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রির প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি না দেখাতে পারে, তবে অ্যাপটি বন্ধ করে দিতে হবে। যদিও ট্রাম্প এই সময়সীমা এরইমধ্যে তিনবার বাড়িয়েছেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন