বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আদালতের বিষয় এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর তার আস্থা আছে।
বিবিসি অধ্যাপক ইউনূসকে জিজ্ঞেস করেছিল, তিনি চলতি সফরে টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না।
জবাবে ড. ইউনূস বলেন, ‘না, করব না। কারণ এটা আইনি প্রক্রিয়া। আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না। প্রক্রিয়াটি চলতে থাক।’
আরও পড়ুন: কী কথা হলো ড. ইউনূস-তারেক রহমান বৈঠকে?
টিউলিপের বিরুদ্ধে তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ আনে দুর্নীতি দুদক। লন্ডনে সাবেক ট্রেজারি মিনিস্টার টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগও করেছেন তিনি।
এরই মধ্যে টিউলিপের ব্যাপারে তদন্ত শুরু করেছে দুদক।
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়ে দেওয়া চিঠিতে টিউলিপ উল্লেখ করেছিলেন, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তৈরি হওয়া ভুল–বোঝাবুঝি দূর করতেও সহায়ক হতে পারে তাদের সাক্ষাৎ।