বিশ্বরেকর্ডটি এখন আর তাদের নামে নেই। এককভাবে দখলে নিয়েছেন ভুটানের সোনাম ইয়েশে। শুক্রবার (২৬ ডিসেম্বর) মিয়ানমারের বিপক্ষে মাত্র ৭ রানে ৮ উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮ উইকেট শিকারের এটিই প্রথম নজির।
তার বাঁহাতি ঘূর্ণিতে মিয়ানমার গুটিয়ে গেছে মাত্র ৪৫ রানে। ১২৮ রানের লক্ষ্য দেওয়া ভুটান জিতেছে ৮২ রানে। ভুটান ১২৭ রান করেছিল নামগাং চেজয়ের ৫০, নামগে থিনলের ২৭ ও তাশি দরজির ১৭ রানে ভর করে।
আরও পড়ুন: চলতি মৌসুমে হোবার্টের সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ
পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যকার খেলায় সেরা বোলিংয়ের রেকর্ডটি ভারতের দীপক চাহারের। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৭ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। ৬ উইকেট নিয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের একজন মোস্তাফিজুর রহমান। গত বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাটার মাস্টার ৬ উইকেট পেয়েছিলেন ১০ রানের বিনিময়ে।
ইয়েশের ৮ উইকেট শিকারের ঘটনাটি স্বীকৃত টি-টোয়েন্টিতেও বিশ্বরেকর্ড। ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক ইনিংসে এর চেয়ে বেশি উইকেট নেওয়ার নজির নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন কলিন অ্যাকারম্যান (বাইটালিটি ব্লাস্টে, ১৮ রান দিয়ে) ও তাসকিন আহমেদ (বিপিএলে, ১৯ রান দিয়ে)।

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·