টানা ১০ বার ‘সেরা মুসলিমবান্ধব গন্তব্য’ খেতাব অর্জন করল যে দেশ

২ সপ্তাহ আগে
টানা দশমবারের মতো ‘সেরা মুসলিমবান্ধব গন্তব্য’ খেতাব অর্জন করল মালয়েশিয়া। গ্লোবাল মুসলিম ট্রাভেল ইনডেক্স (GMTI) ২০২৫-এ শীর্ষস্থান লাভ করে দেশটি আবারও প্রমাণ করলো, হালাল পর্যটনের ক্ষেত্রে বিশ্বে তাদের অবস্থান কতটা শক্তশালী।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ৪র্থ হালাল ইন ট্রাভেল অ্যাওয়ার্ডস-এ এই সম্মাননা প্রদান করা হয়। মালয়েশিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী খাইরুল ফিরদাউস আকবর খান।


পুরস্কার গ্রহণের পর খাইরুল ফিরদাউস বলেন, 

 

এই পুরস্কার মালয়েশিয়ার সকল অংশীদারের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের লক্ষ্য ছিল মুসলিম পর্যটকদের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং আস্থার সঙ্গে ভ্রমণ করতে পারেন।

 

আরও পড়ুন: আত্মহত্যা নিয়ে ইসলাম কী বলে


তিনি আরও জানান, ইসলামিক ট্যুরিজম সেন্টার পরিচালিত MFAR প্রকল্প এবং মুসলিম-বন্ধু ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন কর্মসূচি মালয়েশিয়ার পর্যটন খাতের মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।


ক্রিসেন্টরেটিং কর্তৃক প্রস্তুতকৃত এই সূচকে মূলত হালাল খাবারের প্রাপ্যতা, নামাজের সুবিধা, পারিবারিক উপযোগী ব্যবস্থা এবং সংস্কৃতিগত সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন গন্তব্যের মূল্যায়ন করা হয়।


হালাল সার্টিফিকেশনের আধুনিক অবকাঠামো, সর্বত্র নামাজের ব্যবস্থা এবং মুসলিমবান্ধব সেবা নীতির মাধ্যমে মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই মুসলিম পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য হিসেবে বিবেচিত।


মালয়েশিয়ার এই অর্জনকে স্বীকৃতি জানিয়ে উপমন্ত্রী বলেন, 

 

এ ধরনের স্বীকৃতি শুধু আমাদের উৎসাহিত করে না, বরং অন্যান্য গন্তব্যকেও মুসলিম পর্যটকদের জন্য আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করে।


 

আগামী বছর ‘ভিজিট মালয়েশিয়া ইয়ার ২০২৬’ উপলক্ষে তিনি বিশ্ববাসীকে মালয়েশিয়া ভ্রমণের আহ্বান জানিয়ে বলেন,
‘আমাদের ঐতিহ্য, উৎসব আর আতিথেয়তা উপভোগ করতে সবাইকে মালয়েশিয়ায় আমন্ত্রণ জানাই।’

]]>
সম্পূর্ণ পড়ুন