গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে বাগেরহাটের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এখনো ফসলের ক্ষেতে জমে আছে পানি। জলাবদ্ধতার কবলে পড়ে নষ্ট হচ্ছে অনেক শাক-সবজি।
এতে আমন ধানের বীজতলা, পেঁপে, পান, বেগুন, কলা, আখসহ নানা প্রজাতির সবজির ক্ষেতের ক্ষতি হয়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তারা বলছেন, টানা বৃষ্টিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাচ্ছে। বেশিরভাগ ফসল নষ্ট হয়ে গেছে।
আরও পড়ুন: কাঁচা মরিচের ঝালে পুড়ছে বাজার, স্থিতিশীল চাল-মুরগির দাম
ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সার বীজসহ প্রণোদনা দেয়ার পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তা। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন বলেন, বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেরিতে রোপণ করা যায় এমন ধান ও সবজির বীজে প্রণোদনা দিতে আঞ্চলিক অতিরিক্ত পরিচালকের সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে। যাতে কৃষকরা ক্ষতিটা পুষিয়ে নিতে পারে।
উল্লেখ্য, জেলায় দুই সপ্তাহব্যাপী টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ১ হাজার ৫৭৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়।
]]>