হিউস্টন দিনামোর পর আজ কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে কাভালিয়েরের বিপক্ষেও লিওনেল মেসি খেলেননি। খেলবেন দূরের কথা, স্কোয়াডেই তার নাম ছিল না। মায়ামি আজ ঘরের মাঠে খেললেও আগের ম্যাচে সফর করেছিল হিউস্টনে, সেই সফরে মেসি ভ্রমণসঙ্গী হননি। দুটি ম্যাচেই ইন্টার মায়ামি জিতেছে। টানা দুটি ম্যাচে প্রিয় তারকাকে না দেখে সমর্থকদের কারণ খোঁজা স্বাভাবিক। তাদের মনে সম্ভাব্য কয়েকটি কারণ উঁকি দেওয়াও স্বাভাবিক ঘটনা। চোট নাকি ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলা? উত্তর এর একটিও নয়। তবে মেসির না খেলার কারণ কী?
হিউস্টন ম্যাচের আগে ৬ দিনের মধ্যে তিনটি ম্যাচে খেলেছেন মেসি। একটি ম্যাচে ৭০ মিনিটের পর উঠিয়ে নিলেও দুটিতে কোচ তাকে খেলিয়েছেন পূর্ণ সময়। এই ধকল নিয়ে ৩৭ বছর বয়সি মেসির ক্লান্তি এসেছে। চিকিৎসকের পরামর্শ আর্জেন্টাইন তারকাকে বিশ্রাম দেওয়ার। হাভিয়ের মাশচেরানো সেই নির্দেশ বাস্তবায়ন করেছেন।
আরও পড়ুন: মেসিকে ছাড়া মায়ামির আরেকটি জয়
কাভালিয়ের ম্যাচের পর মাশচেরানো বলেন, ‘আমি ডাক্তারের নির্দেশ পালন করেছি। তিনি বলেছিলেন মেসির কোনো ইনজুরি নেই। কিন্তু ৬ দিনে ৩টি ম্যাচ খেলায় ক্লান্তি আছে। ভিন্ন ভিন্ন আবহাওয়া, পরিস্থিতিও এর কারণ। তাই আমরা তাকে আর ক্লান্তি দিতে চাইনি, বিশ্রাম দিয়েছি।’
১৭ মার্চের পর আন্তর্জাতিক বিরতিতে যাবেন মেসি। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে। তার আগে মায়ামি আরও ৩টি ম্যাচ খেলবে, ১০ মার্চ শার্লট, ১৪ মার্চ কাভালিয়ের ও ১৭ মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। এগুলোর কোনোটিতে মেসি খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। জাতীয় দল বিবেচনায় কোচ তাকে বিশ্রামে রাখতেই পারেন।