টানা দুই জয়ের পর হারল বাংলাদেশের যুবারা

৩ দিন আগে
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছিল বড় ব্যবধানে। তবে তিনে ম্যাচে এসে খেই হারাল যুবারা।

হারারেতে বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রোটিয়াদের কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।

 

ব্যাটারদের ব্যর্থতায় এদিন টস জিতে ব্যাট করতে নেমে ভালো পুঁজি পায়নি টাইগার যুবারা। ৪৪.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে মাত্র ১৭৫ রান তুলতে সক্ষম হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন অধিনায়ক তামিম। ৮১ বলে ৫ চার ও ২ ছক্কার মারে সাজানো ছিল তার ইনিংসটি। অন্যদিকে শেষ পর্যন্ত ক্রিজে অপরাজিত থাকলেও যোগ্য সঙ্গীর অভাবে ফিফটি মিস করেন কালাম সিদ্দিকী। ৬১ বলে ৩ চার ও ১ ছক্কায়  ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি।

 

এছাড়া ৩৮ বলে ১৭ রান করেন রিজান হোসেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। প্রোটিয়াদের হয়ে ৩৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন জ্যাসন রোলস। ২টি করে উইকেট পকেটে পুরেন এনতানদো সোনি ও বায়ান্দা মাজোলা।

 

আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে নেদারল্যান্ডস

 

রান তাড়ায় নেমে শুরুতে জরিচ ফন শালকয়কের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে হাল ধরেন আরমান মানাক ও মুহাম্মদ বুলবুলিয়া। ৪২ বলে ৬ চারের মারে ৩৯ রান করে বুলবুলিয়া আউট হলেও ফিফটি তুলে নেন আরমান। ৭৮ বলে ৭ চারের মারে ৫৭ রান করে ইকবাল হোসেন ইমনের শিকার হন তিনি। এরপর রোলসের ৪১ আর ভিহান প্রেটোরিয়াসের অপরাজিত ২১ রানের ইনিংসে ভর করে জয় তুলে নেয় প্রোটিয়ারা। ২৯ রান খরচায় টাইগার যুবাদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আল ফাহাদ।

 

আগামীকাল ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।

 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৪.৫ ওভারে ১৭৫ (আজিজুল হাকিম ৫৯, কালাম সিদ্দিকী ৪৯*, রিজন হোসেন ১৭; রোলেস ৩/৩৫, মাজোলা ২/৩১)।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল: ৩৬.৫ ওভারে ১৭৬/৫ (ম্যানাক ৫৭, রোলেস ৪১, বুলবুলিয়া ৩৯; ফাহাদ ৩/২৯, দেবা ১/১৮)। ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।

 

আরও পড়ুন: ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়ল সালাউদ্দিনের

]]>
সম্পূর্ণ পড়ুন