শনিবার (৪ অক্টোবর) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে শেষ মুহূর্তের গোলে চেলসির কাছে হেরে যায় লিভারপুল। তবে আর্না স্লটের মতে, স্টামফোর্ড ব্রিজ সবসময়ই কঠিন। ‘গত মৌসুমেও আমরা চেলসির কাছে হেরেছিলাম। স্টামফোর্ড ব্রিজ সবসময়ই কঠিন। আমরা ফলাফলের খুব কাছে ছিলাম। যেমনটি আমি গ্যালাতাসারাইয়ে বলেছিলাম, গোল সংখ্যা ১-১ ছিল, তারপর তারা পেনাল্টি পায়। আমরা প্যালেসের বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল হজম করি।’
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ জয়ের পর কক্ষভ্রষ্ট হয়ে পড়েছে লিভারপুল। ২০২৩ সালের মার্চ-এপ্রিলের পর প্রথমবার টানা তিন পরাজয়ের তেতো অভিজ্ঞতা হলো অলরেডদের। লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পরপর তিন ম্যাচে হারলেন স্লটও।
আরও পড়ুন: অ্যাঙ্কেলের চোটে ভুগছেন এমবাপ্পে
স্টামফোর্ড ব্রিজে শনিবার প্রথমার্ধে ছন্দ খুঁজে ফেরে লিভারপুল। সেই সুযোগে ম্যাচের চতুর্দশ মিনিটে চেলসিকে এগিয়ে নেন মোইসেস কাইসেদো। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে কোডি হাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল।
এক পয়েন্ট নিয়ে ফেরার পথেই ছিল স্লটের দল। কিন্তু অন্তিম সময়ে পাল্টে যায় দৃশ্যপট। ৭ মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান গড়ে দেন চেলসির ১৮ বছর বয়সী এস্তেভো উইলিয়ান। লিগে গত রাউন্ডেও একই অভিজ্ঞতা হয়েছিল লিভারপুলের। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল হজম করে হেরেছিল লিভারপুল।
আরও পড়ুন: মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে বড় জয় মায়ামির
চলতি মৌসুমে লিগে টানা দুই হার দলটির জন্য স্বাভাবিকভাবেই বড় ধাক্কা। তবে ভয়ের কোনো কারণ দেখছেন না স্লট। ‘ম্যাচটি আমরা জিততে পারলে কিংবা ড্র হলে ভালো হতো- দুটো ফলই সম্ভব ছিল। বলছি না যে এটা আমাদের প্রাপ্য ছিল, তবে ড্র অবশ্যই আমাদের প্রাপ্য ছিল, তাতে এবারের গ্রীষ্মে লিভারপুলে যা ঘটেছে, সেই বিবেচনায় মৌসুমে আমাদের শুরুটা দারুণ হতো।’
৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ১৪ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম, তাদের সমান পয়েন্ট নিয়ে চারে বোর্নমাউথ। ৬ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া ক্রিস্ট্যাল প্যালেসের অবস্থান পাঁচে, আর ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে চেলসি।
]]>