জানা যায়, ঈদুল আজহার টানা ছুটি কাটিয়ে রাজধানীতে পৌঁছাতে শুরু করেছে উৎপাদনমুখী শিল্প কারখানার শ্রমিকরা। রোববার সকাল থেকে যথা নিয়মে উৎপাদন ব্যবস্থা শুরু করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ সূত্র জানায়, চলতি মাসের ৫ ও ৬ জুন ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেডসহ সাভার আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের শত শত কারখানায় ন্যূনতম ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। শনিবার ডিইপিজেডে স্বল্প সংখ্যক কারখানায় উৎপাদন শুরু হলেও মূলত বড় অংশের উৎপাদন শুরু হচ্ছে রোববার সকাল থেকে।
এ উপলক্ষে শিল্প পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন থাকবে।
আরও পড়ুন: শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, আটক ৪৫
এ দিকে বিজিএমইএ’র পক্ষ থেকেও আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলে অবস্থিত কারখানাগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদন ব্যবস্থা শুরু হবে বলে জানানো হয়।
বিজিএমইএ সূত্র জানায়, ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে যথাসময়ে শিপমেন্ট সরবরাহ করতে কারখানাগুলোতে উৎপাদন শুরু হবে। সকাল থেকে উৎপাদন ব্যবস্থা শুরু করে দুপুরে বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত থাকবে। বিকেল ৫টার পর কিছু কিছু কারখানায় ওভারটাইম বা অতিরিক্ত সময় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন শিল্প কারখানাগুলোর কর্মকর্তারা।
আরও পড়ুন: খুলনায় মিল-কারখানা লুটপাটে ক্ষোভ, ৫ দফা দাবি নাগরিক সমাজের
তবে শতকরা ৯৫ ভাগ কারখানায় রোববার সকাল থেকে উৎপাদন ব্যবস্থা শুরু করবে বলে জানিয়েছেন শিল্প পুলিশ। অল্প কিছু কারখানা দুই-একদিনের মধ্যেই ছুটি শেষে উৎপাদনে যোগ দেবে বলেও জানায় শিল্প পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, রাজধানীর উপকণ্ঠে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের কয়েক লক্ষাধিক কর্মজীবী মানুষ ছুটি কাটিয়ে আবার রাজধানীতে ফিরেছেন। সাভার আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে ছোট-বড় মিলিয়ে প্রায় ৯৭০টি কারখানা রয়েছে।