টাঙ্গাইলে সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

১ সপ্তাহে আগে
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদফতর।

রোববার (৪ জানুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে করটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্যাসের দোকান ও ডিপো পরিদর্শন করা হয়। 


এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি ও সিলিন্ডার সংরক্ষণে অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করে ভোক্তা অধিকার।

আরও পড়ুন: একলাফে ৫৩ টাকা বাড়ল এলপি গ্যাস সিলিন্ডারের দাম

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।


এসময় সেনাবাহিনীর সদস্যরা,  পুলিশ ও উপজেলা সেনেটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন