টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৫ দোকান পুড়ে ছাই

৩ সপ্তাহ আগে
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আউলিয়াবাদ বাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আউলিয়াবাদ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিহাতি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়াবাদ বাজারে গরুহাটি কাপড়ের দোকানে সেন্টুর মালিকানায় কাপড়ের দোকান, মিড ফুলের জুতার দোকান, আমিনুর ডাক্তারের ফার্মেসী, আমজাদের মোদির দোকান, সত্তরের মোদির দোকান ও  মিনহাজের খাদ্যের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।


আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মেটাডোর কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত


কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। প্রায় ৪০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।


কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. রাসেল মিয়া বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।

]]>
সম্পূর্ণ পড়ুন