টাঙ্গাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

৩ সপ্তাহ আগে
টাঙ্গাইলে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদ থেকে ছিটকে পরে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার (৬ জুন) সকালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদে করে মানুষ বাড়ি ফিরছিল। ট্রেনটি দুর্ঘটনাটা কবলিত এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তি রাস্তার পাশে পরে যায়।

 

আরও পড়ুন: ময়মনসিংহে বাস দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের

 

এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। তবে এই ঘটনায় ট্রেন থামেনি এবং রেল পুলিশ দীর্ঘ সময় পার হলেও লাশের খোঁজ নেয়নি। লাশ এখনও রাস্তার পায়ে পরে আছে। নিহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন