টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

২ সপ্তাহ আগে
টাঙ্গাইলে ট্রাকের চাপায় রাসেল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাসেল নোয়াখালীর সেনবাগ উপজেলার মুক্তারবাড়ি চাঁদপুর গ্রামের জসিম উল্যার ছেলে।

 

আরও পড়ুন: মোটরসাইকেলে স্বামীর সঙ্গে ফিরছিলেন, ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল খুঁশির

 

পুলিশ জানায়, রাসেল তার বন্ধুদের সঙ্গে গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে ধনবাড়ি হয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। দেউলাবাড়ি এলাকায় পৌঁছালে লিংক রোড থেকে আসা একটি নসিমন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাসেল রাস্তায় ছিটকে পড়েন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন